মৌলভীবাজার আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

রাজন হোসেন তৌফিকুল মৌলভীবাজারঃ
প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে মৌলভীবাজারে আন্তর্জাতিক অভিবাসী ও ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে। মৌলভীবাজার জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের যৌথ আয়োজনে বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) তানবীর আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বুলবুল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মো: শামসুল হক, মৌলভীবাজার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষক মো: আক্তার হোসেন। স্বাগত বক্তব্য রাখেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের উপ-পরিচালক মোশাররফ হোসেন প্রমুখ। অনুষ্ঠানে সাংবাদিক, বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা, প্রবাসী, প্রবাসে যেতেুু আগ্রহী ব্যক্তি সহ বিভিন্ন শ্রেণী ও পেশার লোক উপস্থিত ছিলেন। ২০২৩-২০২৪ অর্থ বছরে মৌলভীবাজার জেলায় সর্বোচ্চ রেমিট্যান্স আহরণকারী হিসেবে ইসলামী ব্যাংক মৌলভীবাজার শাখা, সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী মো: আল শাহরীয়ার তাওহীদ ও রাভিজা খাতুন’কে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এদিকে দিবসটি উপলক্ষে দিনব্যাপি একটি প্রবাসী মেলা ও জব ফেয়ারের আয়োজন করা হয়। মেলায় ১৭টি স্টল অংশ গ্রহণ করেন। মেলা থেকে প্রবাসগমন উচ্ছুকদের তাৎক্ষণিক সেবা প্রদান করা হয় এবং চাকুরির জন্য তারা আবেদন করে।