রায়পুরে জিপিএ-৫ প্রাপ্ত ৭৪ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

মাহমুদ সানি, রায়পুর (লক্ষ্মীপুর):
লক্ষ্মীপুরের রায়পুরে ২০২৫ সালের এইচএসসি ও আলিম পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৭৪ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে রায়পুর উপজেলা প্রশাসনের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তওহিদ ইসলাম, রায়পুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আরশাদ আলী, রায়পুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ আ.ন.ম নিজাম উদ্দীন এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মঈনুল ইসলাম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা কামরুজ্জামান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন,বর্তমান প্রজন্মই ভবিষ্যৎ বাংলাদেশের নেতৃত্ব দেবে। তোমাদের এই সাফল্য শুধু ব্যক্তিগত নয়, এটি রায়পুর উপজেলার গৌরব। নিয়মিত অধ্যয়ন, সততা ও নৈতিকতার মাধ্যমে নিজেদের গড়ে তুলতে হবে। শিক্ষা শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়— জীবনের প্রতিটি ক্ষেত্রে দায়িত্ববোধ ও দেশপ্রেম জাগ্রত করাই প্রকৃত শিক্ষা।তিনি আরও বলেন,আজকের এই অর্জন আগামী দিনের ভিত্তি। তোমরাই হবে আগামী দিনের প্রশাসক, শিক্ষক, প্রকৌশলী ও সমাজনেতা। তাই স্বপ্ন দেখো বড় করে, আর সেই স্বপ্ন পূরণে পরিশ্রমে কখনো পিছিয়ে থেকো না।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছার বলেন,জিপিএ-৫ অর্জন একটি বড় সাফল্য, তবে এটিই শেষ নয়— এ অর্জনকে ভিত্তি করে নিজেদের আরও উন্নত ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
এসময় বক্তারা শিক্ষার্থীদের সাফল্যের প্রশংসা করে বলেন, এ অর্জন শুধু ব্যক্তিগত নয়, এটি রায়পুরের শিক্ষাক্ষেত্রের গৌরব। ভবিষ্যতে আরও বড় সাফল্যের জন্য শিক্ষার্থীদের মনোযোগী ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।