রায়পুরে জোরপূর্বক জমিন দখলের অভিযোগ পৌর কর্মচারী মনিরের বিরুদ্ধে

মাহমুদ সানি, রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আনোয়ার হোসেন লিখিত অভিযোগ পাঠ করে বলেন, আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি এক গুরুতর অভিযোগ জানাতে। আমি খন্দকার মোঃ আনোয়ার হোসেন, পিতা: মৃত খন্দকার মোঃ ইউনুস মিয়া, বাসিন্দা খন্দকার বাড়ি, ৮নং ওয়ার্ড, রায়পুর পৌরসভা।
আমরা মরহুম খন্দকার ইউনুস মিয়ার সন্তানরা—মরহুম খন্দকার দেলোয়ার হোসেন, মরহুমা মনোয়ারা বেগম, মরহুমা আলেয়া বেগম, সেলিনা বেগম ও আমি নিজে। আমাদের পৈতৃক ও ক্রয়কৃত জমি বহুদিন ধরে শান্তিপূর্ণভাবে ভোগদখলে রয়েছে।
কিন্তু সম্প্রতি আমাদের এই সম্পত্তির উপর অবৈধ দখলের চেষ্টা চলছে। রায়পুর পৌরসভার চতুর্থ শ্রেণির কর্মচারী মোঃ মনির হোসেন কয়েক বছর আগে আমাদের কিছু আত্মীয়ের কাছ থেকে অল্প জমি কিনে সেখানে একটি ঘর নির্মাণ করে। প্রাথমিকভাবে সবকিছু স্বাভাবিক থাকলেও পরবর্তীতে সে অন্যের প্ররোচনায় ও ব্যক্তিগত লোভে পড়ে আমাদের অন্যান্য সম্পত্তির দিকেও নজর দেয়।
বর্তমানে সে আমাকে ব্ল্যাকমেইল করে প্রায় দুই শতক জমি দখলের চেষ্টা করছে। আমরা বিষয়টি নিয়ে পৌর প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছি এবং বারবার বৈঠকেও বসেছি, কিন্তু কোনো সমাধান হয়নি।
মনির হোসেন যদিও পৌরসভার একজন নিম্নপদস্থ কর্মচারী, তথাপি তার প্রভাব ও দাপট অস্বাভাবিক। বিগত সরকারের আমলে পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা বাবুল পাঠানকে ব্যবহার করে সে আমাদেরকে নানা সময় হুমকি-ধমকি দিয়েছে এবং সম্পত্তি দখলের চেষ্টা চালিয়েছে।
তার দৃশ্যমান কোনো উল্লেখযোগ্য আয়ের উৎস নেই, কিন্তু সে বিপুল অর্থবিত্তের মালিক হয়ে উঠেছে। টাকার জোরে সে ভুয়া দলিল তৈরি করে আমাকে হয়রানি করছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও বেআইনি।
আমাদের দীর্ঘদিনের ভোগদখলকৃত পৈতৃক সম্পত্তি রক্ষার স্বার্থে আমি আজ আপনাদের মাধ্যমে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি। আমি আশাবাদী, আপনাদের প্রচার ও লিখনীর মাধ্যমে সত্য প্রকাশিত হবে এবং আমরা আইনের যথাযথ সুরক্ষা পাব।