রাজনীতি রাজনীতি

রায়পুর উপজেলা বিএনপির কাউন্সিলে সভাপতি পদে জেড এম নাজমুল ইসলাম মিঠু

 

মাহমুদ সানি, রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা বিএনপির কাউন্সিল আগামী ৬ সেপ্টেম্বর (শনিবার) অনুষ্ঠিত হবে। সরাসরি ভোটের মাধ্যমে অনুষ্ঠিতব্য এ কাউন্সিলে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা বিএনপির বর্তমান আহ্বায়ক জেড এম নাজমুল ইসলাম মিঠু।

তিনি বর্তমানে লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য। এর আগে তিনি রায়পুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, রায়পুর উপজেলা যুবদলের সভাপতি, উপজেলা ছাত্রদলের সভাপতি এবং ৩নং চর মোহনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

শনিবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় জেড এম নাজমুল ইসলাম মিঠু বলেন, “আমি ১৯৮৬ সালে ছাত্রদলের রাজনীতির মাধ্যমে আমার রাজনৈতিক জীবন শুরু করি। এরপর রায়পুর সরকারি কলেজের এজিএস নির্বাচিত হই। এরশাদের সময় কারাবরণ করেছি, আওয়ামী লীগের দুঃশাসনের সময় যখন রায়পুরে বিএনপি নিরব ছিল, তখন আমি দায়িত্ব নিয়ে আন্দোলন সৃষ্টি করি। আমি কখনো রাজনীতিতে হারিনি। দুঃসময়ে লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, ঢাকায় নিজ খরচে নেতাকর্মীদের নিয়ে দলের প্রোগ্রামে অংশ নিয়েছি। রাজনীতি আমার নেশা বা পেশা নয়, বরং বিএনপি আমার রক্তের সঙ্গে মিশে আছে।”

তিনি আরও বলেন, “আজ রায়পুরে তরুণদের জোয়ার বইছে। পুরাতনরা নতুনদের সুযোগ করে দেবে—এই প্রত্যাশা করি। আমার নির্বাচনী প্রতীক ‘ছাতা’কে আমি বেছে নিয়েছি কারণ ঝড়-বৃষ্টি-রোদে যেমন ছাতা সবার আশ্রয় হয়, আমিও তেমনি দলের কর্মী-সমর্থকদের ছায়া হয়ে থাকতে চাই।”

সভাপতি পদপ্রার্থী মিঠু জানান, তিনি সভাপতি নির্বাচিত হলে ত্যাগীদের মূল্যায়ন করবেন এবং কোনো অবস্থাতেই হাইব্রিড নেতৃত্বকে সুযোগ দেওয়া হবে না। তিনি বলেন, “আমরা চাই গুমিয়ে থাকা বিএনপিকে আবার জাগিয়ে তুলতে। আমাদের নেতা আবুল খায়ের ভূঁইয়া ধানের শীষ প্রতীকে সংসদ নির্বাচনে অংশ নিলে গণজাগরণের মাধ্যমে বিপুল ভোটে বিজয় লাভ করবেন—এই আশাতেই আমরা কাজ করে যাচ্ছি। রায়পুরে আধুনিক, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজি ও মাদকমুক্ত বিএনপি গড়ে তুলতে আমি কাউন্সিলরদের কাছে ভোট চাই।”

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রায়পুর সরকারি কলেজের সাবেক ভিপি জাকির হোসেন, আশির দশকের রায়পুর সরকারি কলেজের সাবেক জিএস ওয়াসিক হোসেন নন্দন, ৩নং চর মোহনা ইউনিয়ন যুবদলের সভাপতি ও উপজেলা বিএনপির সদস্য সুমন হোসেন, সাবেক ছাত্রনেতা জালাল উদ্দিন রানাসহ সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।

সভায় ওয়াসিক হোসেন নন্দন বলেন, “ছাতা সব ঋতুতেই লাগে, তেমনি নাজমুল ইসলাম মিঠুকেও সবসময় লাগবে। আমি চাই, সবাই মিঠুকে ছাতা প্রতীকে ভোট দিয়ে জয়ী করবে।”

 

 

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

রাজনীতি

সংস্কার করতে সময় যত বেশি যাবে, সমস্যা তত বেশি হবে: মির্জা ফখরুল

একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে যেসব সংস্কার করা প্রয়োজন, তা দ্রুত করার তাগিদ দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাজনীতি

বানারীপাড়া পৌরসভায় নয়ন বেগমকে সভাপতি ও মাধবীকে সম্পাদক করে পৌর মহিলা দলের কমিটি গঠন

  • নভেম্বর ১৬, ২০২৪
বানারীপাড়া প্রতিনিধ। বরিশালের বানারীপাড়া পৌরসভায় নয়ন বেগমকে সভাপতি ও মাধবী খানমকে সাধারণ সম্পাদক করে পৌর মহিলা দলের কমিটি গঠন করা