রৌমারীতে খেলার মাঠ দখল করে আশ্রয়ন প্রকল্পের ভবন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

রৌমারী উপজেলা প্রতিনিধি:
খেলার মাঠ দখল করে ভবন নির্মাণের প্রতিবাদে রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের খনজনমারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ নভেম্বর ২০২৫) সকাল ১১টায় খনজনমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও এলাকাবাসীর উদ্যোগে মাঠে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে ছাত্র-ছাত্রীর অভিভাবক ও এলাকাবাসীর সাধারণ মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় ছাত্রীর অভিবাবক সাইফুল ইসলাম,শফিক ইসলাম, মাইদুল ইসলাম ও মনির হোসেনসহ অনেকে।
ছাত্রীর অভিভাবক সাইফুল ইসলাম বলেন, খনজনমারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের একমাত্র খেলার মাঠটি একশত বছর অতিবাহিত হয়েছে দখল করে আশ্রয়ন প্রকল্পের ভবন নির্মাণ করা হলে তারা খেলাধুলার সুযোগ হারাবে। খেলাধুলা শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশের জন্য অপরিহার্য। তাই মাঠ রক্ষায় সরকারকে দ্রুত উদ্যোগ নিতে হবে।
শফিকুল ইসলাম বলেন“বিদ্যালয়ের মাঠ শুধু শিক্ষার্থীদের নয়, এলাকার মানুষেরও প্রাণের দাবি। মাঠ দখল করে ভবন নির্মাণ করা হলে ক্রীড়া ও সংস্কৃতি ধ্বংস হয়ে যাবে। তাই বিকল্প স্থানে আশ্রয়কেন্দ্র নির্মাণ করা দরকার নাই। তিনি আরো বলেন এখানে আশ্রয়ন প্রকল্পের ঘর নির্মাণ হলে এখানে মাদকের আগ্রা হবে তাই আমরা এখানে কোন ভবন চাইনা।
শিক্ষার্থীরা অভিযোগ করে বলে,“আমাদের একমাত্র খেলার মাঠ কেড়ে নেওয়া হলে আমরা খেলাধুলা থেকে বঞ্চিত হব। আমরা চাই মাঠটা যেমন আছে তেমনই থাকুক। ভবন হোক অন্য কোথাও।”
মানববন্ধন চলাকালে শিক্ষার্থীর অভিভাবকরা বিভিন্ন স্লোগান দেয়— “আমাদের মাঠ ফেরত চাই, মাঠ দখল চলবে না”, “খেলাধুলা আমাদের অধিকার, মাঠ বাঁচাও
বাচ্চাদের অধিকার ফিরিয়ে দাও
বক্তারা আরও বলেন, মাঠ দখল করে ভবন নির্মাণের সিদ্ধান্ত থেকে সরে না আসা হলে এলাকাবাসী আরও কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।



