সারাদেশ

লক্ষীছড়ি’তে বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

ক্রীড়াই শক্তি-ক্রীড়াই বল, ক্রীড়া নিয়ে এগিয়ে চল” এই স্লোগানকে সামনে রেখে লক্ষীছড়িতে বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১০ই জানুয়ারি ) বিকালে লক্ষীছড়ি উপজেলা পরিষদ মাঠে বাঁশরী ফুটবল টুর্নামেন্ট’র মোঃ ফোরকান হাওলাদা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব এম.এন.আবছার।
উদ্বোধনকালে প্রধান অতিথি’র বক্তব্যে জনাব এম.এন.আবছার বলেন, খেলাধুলা জাতির প্রাণ। এ অঙ্গনকে বাঁচিয়ে রাখলে মাদকসেবি তৈরি হবেনা। দেশে সন্ত্রাস, মাদকের ব্যবহার বাড়ার পেছনে ক্রীড়া ও সংস্কৃতিকে আড়ালে রাখাই দায়ী। যুবক ও কিশোরদের মাঠে ফেরানো গেলেই পাহাড়ে সম্প্রীতি ফিরিয়ে আনা সম্ভব।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মোবারক হোসন , জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক জনাব ক্ষণি রঞ্জন চাকমা , জেলা বিএনপি’র স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, জনাব এম এ করিম, এবং উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ মোবারক হোসেন, ও বিভিন্ন ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় অংশ নেয় বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ বনাম হাজাছড়ি রাইজিং স্টার ক্লাব,খেলায়
বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ ১-০ গোলে জয় লাভ করে।
 বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্নামেন্টে লক্ষীছড়ি উপজেলা থেকে ১৩টি দল টুর্নামেন্টে অংশ নিয়েছে। এ ফুটবল টুর্নামেন্টটি জমকালো আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হবে বলে জানান আয়োজক কমিটি ও সংশ্লিষ্টরা।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,