সারাদেশ

লালমনিরহাট পাটগ্রামে সড়ক দূর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত।

লুৎফর রহমান  লালমনিরহাট জেলা প্রতিনিধি:
লালমনিরহাটের পাটগ্রামে সড়ক দুর্ঘটনায় সোহেল রানা (৩২) নামে মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। সোহেল রানা জোংড়া কাফির বাজার গ্রামের শিক্ষক আব্দুস সাত্তারের পুত্র ও তিনি বাঁশকাটা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক।
স্থানীয়রা জানায়, পাটগ্রাম বাজার থেকে বাড়ি যাচ্ছিলেন শিক্ষক সোহেল রানা। এ সময় উপজেলা মডেল মসজিদের সামনে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ওই মোটরসাইকেলের আরোহী গুরুত্বর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে ও আহতের স্বজনেরা উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান সরকার বলেন, ‘দুর্ঘটনার একজন মৃত্যুর কথা শুনেছি। এটি হাতীবান্ধার বড়খাতা হাইওয়ে থানা পুলিশ প্রয়োজনীয় খোঁজ-খবর রাখছেন।‘ বড়খাতা হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগের চেষ্টা করলে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং