লোহাগাড়া থানা পুলিশের সাঁড়াশি অভিযানে চোরাই স্বর্ণালংকারসহ আটক-১
বেলাল উদ্দিন লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের লোহাগাড়ায় অভিযান চালিয়ে ৩০ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার, নগদ ৬৪ হাজার টাকা ও দুটি স্মার্ট ফোনসহ পেশাদার তৌহিদুল ইসলাম(২৫) এক চোরকে আটক করেছে লোহাগাড়া থানা পুলিশ।
১১ ডিসেম্বর বুধবার রাতে সাতকানিয়া উপজেলার করাইয়ানগর এলাকায় ধৃত আসামীর দেয়া তথ্যমতে ভাড়া বাসা হতে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমানের নেতৃত্বে থানায় কর্মরত উপপরিদর্শক(এসআই) মু: আব্দুল মোমিন ও উপপরিদর্শক(এসআই) মু: শরিফুল ইসলাম (পিপিএম) সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে চোরাই স্বর্ণালংকার, নগদ টাকা ও দুটি স্মার্ট ফোন উদ্ধার করা হয়।
আটক তৌহিদুল ইসলাম হলেন সাতকানিয়া উপজেলার ছোট ডেমশা করাইয়ানগর এলাকার মো: হারুন অর রশিদের পুত্র।
জানা যায়, গত ২৮/১১/২০২৪ ইংরেজি তারিখে লোহাগাড়া শহরের এশিয়া টেইলার্স নামে একটি দোকান চুরির ঘটনা ঘটে এবং সেখানে রক্ষিত বেশ কিছু স্বর্ণালংকার চুরি হয়।
এ বিষয়ে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, দোকান চুরি হয়েছে এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা অভিযান পরিচালনা করি এবং চুরি কাজে জড়িত ব্যাক্তিটিকে আটক করতে সক্ষম হই, তার স্বীকারোক্তি অনুয়ায়ী এবং তার তথ্যমতে চোরাই স্বর্ণালংকার উদ্ধার করি।
তিনি আরও বলেন চোর-চক্র যতোই কৌশলে চুরি করুক না কেন আমরা খুঁজে বের করে আইনের আওতায় আনতে বদ্ধ পরিকর।
১২ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে তাকে যথাযথ আইনে পুলিশ স্কটের মাধ্যমে আদালতে প্রেরন করা হয়েছে।