শীতার্তদের পাশে মানবিক পুলিশ ছিদ্দিকুর

চায়ের রাজ্যে দিন দিন জেঁকে বসেছে শীত। দিনে ও গভীর রাতের আঁধারে রাস্তায় ঘুরে ঘুরে কাউকে না জানিয়ে হঠাৎ শীত বস্ত্র নিয়ে ছিন্নমূল দরিদ্র মানুষদের পাশে দাঁড়িয়েছেন মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মানবিক পুলিশ সদস্য ছিদ্দিকুর রহমান সাদেক। গত শুক্রবার থেকে সোমবার সকাল পর্যন্ত কমলগঞ্জ পৌর এলাকার ৫ নং ওয়ার্ডে ৭ শতাধিক পরিবারের মাঝে এসব শীত বস্র বিতরণ করা হয়। শীতবস্র দেওয়া হয় মানবতার ফেরিওয়ালা পরিষদ ও সিলেট-কমলগঞ্জ এ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে।
সরেজমিনে দেখা যায়, কনকনে শীতে চরম বিপাকে পড়ছেন মধুপুর উপজেলার অনেক অসহায়, গরিব-দুঃখী শীতার্ত মানুষ। শীতার্ত মানুষের কষ্ট লাঘবে উপজেলার বিভিন্ন এলাকায় গভীর রাতে ঘুরে ঘুরে শীতার্ত মানুষের গায়ে কম্বল জড়িয়ে দেন মানবিক পুলিশ সদস্য ছিদ্দিকুর রহমান সাদেক। কনকনে শীতের মধ্যে হঠাৎ যখন গায়ে শীতবস্ত্র (কম্বল) দেখে ছিন্নমূল দুঃস্থ, অসহায় মানুষেরা আবেগে আপ্লুত হয়ে পড়েন। অনেকই কম্বল পেয়ে আবেগে বলে আমাদের খুব ভালো লাগছে এই কম্বলগুলো পেয়ে।
মানবতার ফেরিওয়ালা পরিষদের সম্পাদক ও সিলেট- কমলগঞ্জ এ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি ছিদ্দিকুর রহমান সাদেক বলেন, গত কয়েক দিন যাবৎ এই এলাকায় তীব্র শীত পড়েছে। শীতে ছিন্নমূল ও দরিদ্র মানুষদের অনেকেরই শীতবস্ত্র কেনার সামর্থ্য নেই। এছাড়াও তিনি বলেন, করোনা ভাইরাস সংক্রমণকালে আমাদের সংগঠনগুলোর মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়ানো হয়েছে। সেই বিষয়টিকে গুরুত্ব দিয়ে আমার জন্মভুমি কমলগঞ্জ উপজেলার ৭শতাধিক অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি। আমাদের সংগঠনের উদ্যোগে সিলেট, সুনামগঞ্জ, কমলগঞ্জ ও শ্রীমঙ্গলে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শীতার্থদের শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে।