সকল প্রকার অপরাধ দমনে সবার সহযোগিতা চাই.. এএসপি কাদের

ছাতক প্রতিনিধি: ছাতকে নোয়ারাই ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ইউনিয়নের লক্ষিবাউর বাজার মাদ্রাসায় এ সভা অনুষ্ঠিত হয়। লক্ষিবাউর বাজার পরিচালনা কমিটির সভাপতি ও ইউপি সদস্য সাদিক মিয়ার সভাপতিত্বে এবং উপজেলা যুবদল নেতা লিজন তালুকদারের পরিচালনায় অনুষ্ঠিত বিট পুলিশিং সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) মো. আব্দুল কাদের।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ছাতক থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ, ছাতক পৌর বিএনপির আহবায়ক সামছুর রহমান সামছু, নোয়ারাই ইউনিয়ন বিএনপির আহবায়ক ইমতিয়াজ আলী, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, ছাতক থানার এসআই মো. সিকান্দর আলী, এএসআই মোহাম্মদ শওকত আলী। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন লক্ষিবাউর মাদ্রাসার সুপার মাওলানা জুয়েল আহমদ জামিল।
প্রধান অতিথির বক্তব্যে সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আব্দুল কাদের বলেন, এলাকায় অপধাধ দমনে পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করা প্রয়োজন। জুয়া খেলা, মাদক সেবন-বিক্রি, চাঁদাবাজি, ইভটিজিং, বাল্যবিবাহ ও চোরাচালান রোধ করতে আমরা পুলিশের পক্ষ থেকে সকল নাগরিকদের সহযোগিতা কামনা করছি। আপনাদের তথ্য ও সহযোগিতায় ইউনিয়নে সকল প্রকার অপরাধ দমন করা হবে।