সারাদেশ

সখিপুর প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত

মোঃ হযরত আলী সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো টাঙ্গাইলের সখীপুর প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন। এতে সভাপতি শাকিল আনোয়ার ও সাধারণ সম্পাদক হিসেবে সাজ্জাত লতিফ পুনরায় নির্বাচিত হয়েছেন। আগামী দুই বছরের জন্য এই কমিটি নির্বাচিত হয়েছে।

বুধবার (২৮ মে) বেলা ৩টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। এ সময় প্রেসক্লাব প্রাঙ্গণে ছিল উৎসবের আমেজ।

সাংবাদিকদের সরাসরি ভোটে অন্যদের মধ্যে সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ আমিনুল ইসলাম, সহ-সভাপতি এম.সাইফুল ইসলাম শাফলু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম বাবুল ও যুগ্ম সাধারণ সম্পাদক পদে জুয়েল রানা নির্বাচিত হয়েছেন।

এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংগঠনিক সম্পাদক পদে নজরুল ইসলাম নাহিদ, কোষাধ্যক্ষ ইসমাইল হোসেন, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক নজরুল ইসলাম এবং দপ্তর সম্পাদক পদে সোহেল রজত বিজয়ী হয়েছেন।

নির্বাচন পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার যুব উন্নয়ন কর্মকর্তা খন্দকার আব্দুল্লাহ শাকের। অন্যান্য কমিশনারদের মধ্যে দায়িত্ব পালন করেন সখীপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল কালাম ভূইয়া, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সাজু, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ বাহারুল ইসলাম। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় সাংবাদিক ও সচেতন মহল সন্তোষ প্রকাশ করেছেন।

এ বিষয়ে একাধিক সাংবাদিক বলেন, ভোট একটি উৎসব, একটি প্রতিযোগিতা। আগামী দিনে আমরা সকলেই এক হয়ে কাজ করে সখীপুর ও প্রেসক্লাবের ভাবমূর্তি যেন উজ্জ্বল করতে পারি।সকলের সহযোগিতা কামনা করি।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,