সাতক্ষীরায় যমুনা টিভির সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
মোঃ খলিলুর রহমান, সাতক্ষীরা ::
ভেজাল সার নিয়ে অনুসন্ধানকালে যমুনা টিভির সাতক্ষীরা প্রতিনিধি আকরামুল ইসলামের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) সাতক্ষীরা নিউ মার্কেটস্থ মোড়ে সাতক্ষীরা প্রেসক্লাবের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
সাংবাদিকরা মানববন্ধনে অভিযোগ করেন, ভেজাল সারে সাতক্ষীরা সয়লাব হয়ে পড়েছে। সম্প্রতি প্রশাসনের অভিযানে বিপুল পরিমাণ ভেজাল সার জব্দ হলেও আশাশুনির বুধহাটায় ভেজাল সার উৎপাদনকারী মাজেদ মেম্বারের হামলার শিকার হন আকরামুল ইসলাম। এ সময় তার ক্যামেরাম্যানকে লাঞ্ছিত করা হয় এবং ক্যামেরা ও বুম ভেঙে দেওয়া হয়।
অনুসন্ধানে জানা যায়, মাজেদ মেম্বার ও তার পরিবারের নামে পাঁচটি সরকারি লাইসেন্স রয়েছে, যা অবৈধ হলেও কৃষি অফিসের দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের যোগসাজশে বহাল রয়েছে। বছরের পর বছর ভেজাল সার উৎপাদন করে কৃষি ও কৃষককে ক্ষতিগ্রস্ত করছেন তারা।
বক্তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও ভেজাল সার উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।
মানববন্ধনে সভাপতিত্ব করেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি ও ইন্ডিপেন্ডেন্ট টিভির স্টাফ রিপোর্টার আবুল কাসেম এবং পরিচালনা করেন যুগ্ম সম্পাদক ও ডিবিসি নিউজের এম বেলাল হোসাইন। এতে অংশ নেন সিনিয়র সাংবাদিক প্রথম আলোর কল্যাণ ব্যানার্জি, সময় টিভির মমতাজ আহমেদ বাপী, দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, আরটিভির রামকৃষ্ণ চক্রবর্তী, এটিএন বাংলার এম কামরুজ্জামান, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাভিশনের মো. আসাদুজ্জামান, সহসভাপতি আবুল কালাম, অর্থ সম্পাদক ফরিদ আহমেদ ময়না, বৈশাখী টিভির শামীম পারভেজ, একাত্তর টিভির বরুন ব্যানার্জী, আমার বার্তার কাজী নাসির, বাংলাট্রিবিউনের আসাদুজ্জামান সরদার, এখন টিভির আহসান রাজীব, যমুনা টিভির আকরামুল ইসলাম, বিজনেস বাংলাদেশ পত্রিকার জামাল উদ্দীন,গ্লোবাল টিভির রাহাত রাজা, এনটিভির এসএম জিন্নাহ, মাইটিভির ফয়জুল হক বাবু, সমকালের কিশোর কুমার, স্টার নিউজের গাজী ফরহাদ, এশিয়ান টিভির মশিউর রহমান ফিরোজ, ঢাকাপোস্টর ইব্রাহিম খলিল,ভোরের আকাশের আমিনুর রহমান, এনপিবির হোসেন আলী, দ্য এডিটরসের রিজাউল করিম, বার্তা টুয়েন্টিফোরের মৃত্যুঞ্জয় কুমার রায়, বাংলাদেশ বুলেটিনের মিলন কুমার বিশ্বাস, ঢাকার ডাকের তৌফিকুজ্জামান লিটু, হাবিবুল হাসান, হাবিবুর রহমান সোহাগ, প্রমুখ।




