সারাদেশ

সিরাজগঞ্জে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:

ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি সিরাজগঞ্জের আয়োজনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নির্দেশনার প্রেক্ষিতে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর সার্বিক তত্ত্বাবধানে, বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ১০ টায় সিরাজগঞ্জ আইএমটি কনফারেন্স রুমে উক্ত সেমিনারে মেরিন অব টেকনোলজি সিরাজগঞ্জের অধ্যক্ষ মো. জয়নাল আ‌বেদীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব লিটুস লরেন্স চিরান, এসময়ে তিনি তার বক্তব্য বলেন, যারা বিদেশে যাবেন তারা অবশ্যই কারিগরি প্রশিক্ষণ গ্রহণ করে, দক্ষ জনশক্তি হয়ে, নিয়ম মেনে বিদেশ যাবেন। কেউ দালাল চক্রের হাত ধরে বিদেশ যাবেন না। এতে করে মহাবিপদে পড়বেন। বর্তমান সরকার দক্ষতা উন্নয়ন এবং অন্যান্য বিষয়গুলো গুরুত্ব দিয়ে দেখছেন। দেশের ৬৪ জেলাতে টিটিসি ও কর্মসংস্থান ও জনশক্তি অফিস রয়েছে এবং ব্র্যাক এ বিষয়ে পরামর্শ দিচ্ছে তাই বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ নিয়ে ভাষাজ্ঞান অর্জন করে পাসপোর্ট ভিসা, নিবন্ধন করেই নিরাপদ ভাবে বিদেশ গমন করবেন। চতুর্থ শিল্প বিপ্লব মোকাবিলায় নিজেদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে সকলকে এখন থেকেই প্রস্তুত হতে হবে।

নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ প‌লি‌টেক‌নিক ইন‌স্টি‌টিউটের অধ‌্যক্ষ প্রকৌশলী মো: ফজলুলহক, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আনোয়ার হোসেন।
উক্ত সেমিনারে ভিডিও প্রজেক্টেরের মাধ্যমে মূলবিষয়বস্তু উপস্থাপন এবং সঞ্চালনা করেন, আইএমটি সিরাজগঞ্জের ইন্সট্রাক্টর (ইলেকট্রক্যাল) মোঃ জাহাঙ্গীর আলম।
এসময় সে‌মিনা‌রে শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, মসজিদের ইমাম সহ বিভিন্ন পেশাজীবি মানুষ সেমিনারে অংশগ্রহণ করেন।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং