সারাদেশ

হাটহাজারীতে মহাসমারোহে মহান বিজয় দিবস উদযাপিত 

নয়ন চৌধুরী, হাটহাজারী(চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের হাটহাজারীতে মহাসমারোহে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন, উপজেলার আওতাধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ১টি পৌরসভা, ১৪ টি ইউনিয়ন, বিভিন্ন সেবা মুলক সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দল দিনব্যাপী পৃথক পৃথক কর্মসূচির আয়োজন করেন।

উপজেলা প্রশাসন সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে পুস্প স্তবক অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচির শুভ সূচনা করেন। এরপর আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, শিশুদের জন্য মুক্তি যুদ্ধ ভিত্তিক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগীতা বীর মুক্তিযোদ্ধা ও শহিদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সংবর্ধনা অনুষ্ঠান, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ, শহিদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ মুনাজাত ও প্রার্থনা ।  উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এ বি এম মশিউজ্জামান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক কেশব কুমার বড়ুয়া। বক্তব্য রাখেন  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লুৎফন নাহার শারমিন, মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আলম, ওসি আবু কাউসার মাহমুদ হোসেন, ডেপুটি কমন্ডার মোহাম্মদ হোসেন মাস্টার, উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াস উদ্দিন চেয়ারম্যান, উপজেলা জামায়েত আমির ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম প্রমূখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা তাসলিমা আকতার কাকলী। এদিকে হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ, বিভিন্ন পেশাজীবি সংগঠন এবং রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দরা শহীদ মিনারে পুস্প শ্রদ্ধা অর্পন করেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,