সারাদেশ

হাটহাজারীতে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

হাটহাজারী প্রতিনিধি:
বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় খায়রুল বশর (৮৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে উপজেলার ফরহাদাবাদ ইউনিয়ন হিম্মত সুহুরী বাড়ির সামনে চট্টগ্রাম নাজিরহাট আঞ্চলিক মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে। জানা যায়, বুধবার বেলা সাড়ে তিনটার দিকে একটি বেপরোয়া গতির মোটরসাইকেল উল্লেখিত স্থানে ফটিকছড়ি উপজেলার উত্তর খিরাম ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা খায়রুল বশরকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলে প্রাণ হারান।
খবর পেয়ে নাজিরহাট হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক মোটরসাইকেলটি জব্দ করে এবং লাশের সুরতহাল রিপোর্ট তৈরী শেষে লাশটি ও ঘাতক মোটরসাইকেল চালক ফাহাদকে (১৬) হাইওয়ে থানায় নিয়ে যায়।
নাজিরহাট হাইওয়ে থানার পুলিশের টিএসআই আসাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া চলছে।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং