Uncategorized সারাদেশ

হাটহাজারীতে লটারির নামে হাতিয়ে নেওয়া হচ্ছে লাখ লাখ টাকা

হাটহাজারী প্রতিনিধি: হাটহাজারী উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে পৌর সদর এলাকায় পর্যন্ত লটারির নাম করে মাইকিং করে বিভিন্ন আকর্ষণীয় পুরষ্কারের লোভনীয় অফার ঘোষণা করে জনসাধারণের পক্ষ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে লাখ লাখ টাকা। মোটরসাইকেল, এলইডি টিভি,ট্যাক্সিসহ বিভিন্ন রকম পুরষ্কারের ঘোষণা দিয়ে ২০ টাকা দামের লটারি বিক্রি চলছে দেদারসে। উপজেলার সাধারন নিরীহ জনগণ এদের ফাঁদে পড়ে একজন একাধিক টিকিট নিয়ে প্রতারিত হচ্ছেন প্রতিদনই। হাটহাজারীর পাশ্ববর্তী রাউজান উপজেলার মেলা ও লটারির আয়োজক সংশ্লিষ্টরা এভাবে প্রতিদিন মাইকিং করে আকর্ষণীয় পুরষ্কারের ঘোষণা দিয়ে হাটহাজারী উপজেলার মানুষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। হাটহাজারী পৌর সদরসহ বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, সকাল থেকে লটারির মেলা ড্র হওয়ার আগ পর্যন্ত উপজেলার কলেজ গেইট,কাচারি সড়ক,মেখল, হাটহাজারী বাসস্ট্যান্ড, মদনহাট, চৌধুরীহাট,বড়দিঘীর পাড়,কাটিরহাট,সরকারহাট,চারিয়া,আমানবাজার,ইছাপুর, হাটহাজারী মেডিকেল গেইট,মিরেরহাট বাজারে পাশ্ববর্তী রাউজান উপজেলার বিজয় মেলা উপলক্ষে সুপার স্টার লাকি কুপন ড্র এর টিকেট প্রতিটি ২০ টাকা দামের বিক্রি হচ্ছে। মেলার শুরু থেকেই প্রতিদিন হাজার হাজার টাকার টিকেট কিনছেন সাধারন মানুষ। মাইকিং এর এক একটি গাড়িতে বিক্রি হচ্ছে দেড় হাজার থেকে শুরু করে দুই থেকে আড়াই হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে লটারির এই টিকেট। এতে প্রতিদিনই হাটহাজারী থেকে সংঘবদ্ধ চক্র হাতিয়ে নিচ্ছে লক্ষাধিক টাকা। মূলত কূপনগুলো বিক্রির উদ্দেশ্যে বিক্রয় করা হচ্ছে লটারির টিকেট। এই ব্যাপারে জানতে চাইলে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার এবিএম মশিউজ্জামান বলেন, বিষয়টি আমি ট্রাফিক পুলিশের টি আইকে জানিয়ে দিবো লটারির টিকেট বিক্রয়ের গাড়িগুলো আটক করার জন্য।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,