হাটহাজারীতে সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে বাঙালীয়ানায় পিঠাপুলি উৎসব
হাটহাজারী প্রতিনিধি:
চট্টগ্রামের হাটহাজারীতে সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে আশ্রয় পাওয়া সমাজের এক সময়কার সুবিধাবঞ্চিত-বিপন্ন-ঝুঁকিতে থাকা-পথ শিশুদের নিয়ে বাঙালীয়ানায় পিঠাপুলি উৎসবের আয়োজন করেন। রবিবার(২৫ জানুয়ারি) বিকেলে হাটহাজারীর ফরহাদাবাদ সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন
সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক জেসমিন আকতার। এতে প্রধান অতিথি চট্টগ্রাম বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের বিভাগীয় পরিচালক মোহাম্মদ মিনহাজুর রহমান। কেন্দ্রের ফিজিক্যাল ইন্সট্রাক্টর গমন কান্তি দে এর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সমাজসেবা কার্যালয় এর অতিরিক্ত পরিচালক হরিশ চন্দ্র বিশ্বাস,প্রেসক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া, বাংলাদেশ উশু ফেডারেশনের কার্য নির্বাহী সদস্য আব্দুল্লাহ্ আল ফয়সাল, আন্তর্জাতিক উশু বিচারক ফারজানা খানম, ১নং ফরহাদাবাদ ইউনিয়ন এর প্যানেল চেয়ারম্যান মোঃ শফিউল আলম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো: আইয়ুব এবং ৬নং ওয়ার্ড ইউপি সদস্য আলী আকবর। এসময় প্রধান অতিথি শিশুদের তৈরিকৃত ‘আলোকবর্তিকা’ শিরোনামে দেয়ালিকার ১০ম সংখ্যা উন্মোচন করেন, শীতকালিন ব্যাডমিন্টন টুর্নামেন্ট প্রতিযোগিতায় বালক শাখার সমাপনী ম্যাচ উপভোগ করেন। উৎসবমুখর পরিবেশে ব্যতিক্রমী আমেজে কেন্দ্রে আশ্রয় পাওয়া সুবিধাবঞ্চিত নিবাসী শিশুদের বরণ, বেলুন ও পায়রা উড্ডয়ন, দেয়ালিকা উন্মোচন, পিঠাপুলি উৎসব, বই বিতরণ, শীতবস্ত্র বিতরণ, উশু প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ, ব্যাডমিন্টন টুর্নামেন্ট প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, তাঁবু জলসা, আতশবাজি এবং বিশেষ নৈশ ভোজের আয়োজন করা হয়েছে।




