সারাদেশ

অনলাইন জুয়ার বিরুদ্ধে থানা পুলিশের অভিযানে সাত মাস্টার এজেন্ট আটক

এম জালাল উদ্দীন:

পাইকগাছায় যুবসমাজ বিধ্বংসী অন-এক্স বেট অনলাইন জুয়ার বিস্তার রোধে থানা পুলিশ ধারাবাহিকভাবে অভিযান চালিয়ে গত এক মাসে সাতজন অনলাইন জুয়ার মাস্টার এজেন্টকে আটক করেছে।

কিছুদিন ধরে এলাকার যুবসমাজ বিধ্বংসী অনলাইন জুয়ার বিস্তার বৃদ্ধি পাওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা অবনতি ঘটায়। পরিস্থিতি মোকাবিলায় পাইকগাছা ও কয়রা থানা পুলিশ এপ্রিল মাস থেকে জোরালো অভিযান শুরু করে।

এরই ধারাবাহিকতায় এক মাসের অভিযানে পাইকগাছা উপজেলার বিভিন্ন এলাকা থেকে আটককৃতরা হলেন, কয়রা উপজেলার পাটনিখালী গ্রামের মোস্তফা বিশ্বাসের ছেলে মোঃ ইউনুস আলী (২৮), যাকে ৪ এপ্রিল আলমতলার তার নানা বাড়ি থেকে আটক করা হয়।

একইদিন ঐ এলাকা থেকে ফরিদ উদ্দীনের ছেলে মোঃ ফয়সাল আহম্মেদ (২৬) আটক করা হয়। ১৮ এপ্রিল গজালিয়া গ্রামের হাফিজুর রহমানের ছেলে নাজমুল ইসলাম বাবু (২১) নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। ২০ এপ্রিল হরিদাসকাটি গ্রামের শেখ হাসান উল্লাহর ছেলে শেখ আক্তারুজ্জামান জনি (২৮)।২২ এপ্রিল কমলাপুর গ্রামের সালাম সানার ছেলে মোঃ রায়হান সানা (৩২) তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান থেকে আটক করা হয়।

২৮ এপ্রিল পৌরসভার ১নং ওয়ার্ডের আসাদুল ইসলামের ছেলে মোঃ আবির হোসেন (২৩) নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। সর্বশেষ গজালিয়া গ্রামের রুহুল কুদ্দুস সরদারের ছেলে মোঃ আরাফাত হোসেন স্বপ্নীল (৩২), যাকে ১ মে চারা বটতলা এলাকা আটক করা হয়।

এ বিষয়ে পাইকগাছা থানা অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেন বলেন, “অনলাইন জুয়ায় জড়িত হয়ে অনেক পরিবার নিঃস্ব হচ্ছে, এমনকি আত্মহত্যার মতো মর্মান্তিক ঘটনাও ঘটেছে। অনলাইন জুয়া বন্ধ করা না গেলে অপরাধ প্রবণতা ও সামাজিক অবক্ষয় আরও ভয়াবহ আকার ধারণ করবে। এ কারণে আমরা অব্যাহতভাবে এ বিষয়ে অভিযান পরিচালনা করে আসছি, এবং এটি চলবে। পাশাপাশি আটককৃতদের কাছ থেকে একাধিক মোবাইল ফোন জব্দ করা হয়েছে, যা পরীক্ষার জন্য সিআইডি ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে বলে থানা পুলিশের এ কর্মকর্তা জানিয়েছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং