সারাদেশ

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সোনাগাজী বাসির সহযোগীতা চাইলেন ওসি।

মশি উদ দৌলা রুবেল ফেনী:
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ফেনীর সোনাগাজী বাসির সহযোগীতা চাইলেন অফিসার ইনচার্জ বায়োজীদ আকন।বিট পুলিশিং বাড়ি বাড়ি,নিরাপদ সমাজ গড়ি’এই শ্লোগানে সোনাগাজীর বগাদানা ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার সন্ধ্যায় বগাদানা বিট পুলিশের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি ছিলেন,সোনাগাজী মডেল থানার সুযোগ্য অফিসার ইনচার্জ মো.বায়েজীদ আকন।তিনি বলেন,চুরি, ডাকাতি,মাদক,সন্ত্রাস,জঙ্গীবাদ,নারী নির্যাতন,যৌতুক, ইভটিজিং,কিশোরগ্যাং ও বাল্যবিবাহ মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে পুলিশ প্রশাসন।অপরাধমুক্ত সমাজ বিনির্মাণে পুলিশের কাজে সার্বিক সহযোগীতা করার জন্য তিনি সোনাগাজীবাসির প্রতি আহবান জানিয়েছেন।সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন   সোনাগাজী মডেল থানার এসআই বজলুর রহমান খান।
এই সময় স্থানীয় সাংবাদিক,শিক্ষক এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,