সারাদেশ

আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে জমিন দখলের অভিযোগ সাবেক কমিশনার লিলির বিরুদ্ধে

 

লক্ষ্মীপুর(প্রতিনিধি):

লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরের ৯নং ওয়ার্ডস্থ সর্দার বাড়ির মানিক হোসেনের সম্পত্তি জবর দখলের অভিযোগ উঠেছে মহিলা কাউন্সিলর লিলির বিরুদ্ধে।

ভুক্তভোগী মোঃ মানিক ও তার পরিবার জানায়, বিগত ৪৫ বছর আগে একই বাড়ির বাসিন্দা রায়পুর পৌরসভার মহিলা কাউন্সিলর শামছুন্নাহার লিলি ও তার শাশুড়ীর নিকট ৩ শতক সম্পত্তি বিক্রি করেন। সে সুবাদে একই দাগে আরও পরিত্যক্ত সম্পত্তি পড়ে থাকায় বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে প্রভাব খাটিয়ে ধীরে ধীরে কমিশনার লিলি ও তার ছেলে সাবেক ছাত্রলীগ নেতা লিটন মিলে ৪ শতাংশ জমিন দখল করে নেন।

বিষয়টি নিয়ে সে সময় রায়পুরের প্রভাবশালীদের নিকট গেলেও কোনো প্রতিকার মেলেনি! উল্টো কমিশনার লিলির বিচার কেউ করতে পারবেন না বলে সাফ জানিয়ে দেন।

এনিয়ে জমিন বিক্রেতা মোঃ মানিক হোসেন জানান, আমার ৪ ছেলে প্রবাসী হওয়ায় নিজেদের বসতঘর সংস্কার ও নির্মান করতে গিয়ে দফায় দফায় হামলা/মামলার শিকার হয়েছি। লিলি ও তার ছেলে আমার ঘরে ঢুকে আমার অসুস্থ স্ত্রীর শরীরে আঘাত করে এবং ঘরের বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করে। আমাদের বসতঘরের সামনেই শৌচাগার বানিয়ে সকল ময়লা ও দুর্গন্ধযুক্ত পানি নিয়মিত আমাদের দরজায় ফেলছে তারা।

এদিকে অভিযুক্ত কমিশনার লিলি বেগমের সাথে কথা বলতে গেলে তাকে পাওয়া যায়নি। তবে, তার স্বামী মো: সিরাজ উল্যা বলেন, আমরা আমাদের খরিদকৃত সম্পত্তিতেই রয়েছি। আমরা কোনো জমিন বাড়তি দখল করিনি।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,