আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ
লোহাগাড়া(চট্টগ্রাম)প্রতিনিধি:
চট্টগ্রামের লোহাগাড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের নির্মানের অভিযোগ উটেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
রোববার(১১ই


অভিযোগে ভুক্তভোগী মো: ইউসুফ বলেন, আমাদের মায়ের ত্যাজ্য ভিত্তিতে আমরা ৪ ভাই ৫ বোন কিচমত প্রাপত হইয়া ভোগ দখলে ছিলাম, কিছুদিন যাবৎ তারা আমাদের সম্পত্তি জোর পূর্বক দখর করার পায়তারা করে আসছিল। অসহায় হয়ে সাতকানিয়া আদালতে দেওয়ানি মোকাদ্দমা ৩৭১/২০০৬ ইং আনয়ন করি, পরবর্তীতে সেই মামলায় বিগত ২২/১১/২৪ইং তারিখে আদালতে ৩ সদস্যের একটি তদন্ত টিম আসিলে তাদেরকে অকথ্য ভাষায় গালিগারাজ করে তদন্তে বিঘ্নিত ঘটায়। তারা ক্ষিপ্ত হয়ে দলবল নিয়ে স্থাপনা নির্মাণের কাজ শুরু করে দেয়, সম্প্রতি বিরোধীয় জায়গায় কোন ধরনের স্থাপনা নির্শাণ কিংবা কোন ধরনের আকার আকৃতি পরিবর্তন না করার জন্য ১৭/০৪/২০২৫ ইং তারিখে নিষেধাজ্ঞার আদেশ প্রদান করেন। বর্তমানে আদালতের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাতে এবং দিনে স্থাপনা নির্মাণসহ বিবিধ কাজ করে যাচ্ছে, বাধা দিলে বিভিন্ন ধরনের হুমকি ধামকি প্রদান করে ভয় ভীতি দেখিয়ে দূর্বৃত্তায়ন সৃষ্টি করছে।
আদলত অমান্যতার বিষয়ে জানতে চাইলে সরোয়ার কামাল ও স্থানীয় ইউপি সদস্য সৈয়দ হোসেন বিষয়টি অস্বীকার করে বলেন, আগে আমরা স্থাপনা নির্মানের কাজ করেছি, নিষেধাজ্ঞার আদেশ পাওয়ার পর কাজ বন্ধ রয়েছে, তবে আংশিক মাটি ভরাটসহ টুকটাক কাজ চলমান আছে।
এ বিষয়ে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, আদালতের নিষেধাজ্ঞার আদেশ পেয়ে নির্মানাধীন স্থাপনার কাজ বন্ধ করে দিয়েছি, কেউ অমান্য করলে আইনগত বেবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।