আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস পালন চৌগাছায়

মেহেদী হাসান শিপলু – চৌগাছা (যশোর)
যশোরের চৌগাছায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস পালন হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়। দিবসটি উপলক্ষে সোমবার সকালে উপজেলা চত্তরে মানববন্ধন, র্যালী ও আলোচনা সভার পাশাপাশি উপজেলার চারজন জয়িতাকে সম্মননা প্রদান করা হয়।
সকাল সাড়ে ৯ টায় উপজেলা হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহিলা বিষায়ক কর্মকর্তা আনজুমান আরা মাহমুদা। অনুষ্ঠানে প্রধান অতিথির আলোচনা করেন উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহা।
অন্যানের মধ্যে আলোচনা করেন থানা অফিসার ইনচার্জ পায়েল হোসেন, পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী বালি আবুল কালাম প্রমুখ।
এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধিসহ নানা বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে চার জয়িতা নারীর হাতে প্রধান অতিথি নির্বাহী অফিসার সুস্মিতা সাহা সম্মাননা ক্রেস্ট তুলে দেন। চার জয়িতারা হলেন, চৌগাছা পৌর এলাকার মডেলপাড়ার বাসিন্দা ইমদাদুল হক মিলনের স্ত্রী হামিদা খাতুন মিতা, ডাক বাংলোপাড়ার আছির উদ্দিনের মেয়ে মর্জিনা খাতুন, উপজেলার মুক্তারপুর গ্রামের লিয়াকত আলী খা’র স্ত্রী আমেনা খাতুন ও পুড়াহুদা গ্রামের ফকির আহম্মদের মেয়ে জহুরা খাতুন।