সারাদেশ

আলোচিত চার সন্তানের জননী রাবেয়া বেগম মঙ্গলবার রাতে জানাজা শেষে দাফন সম্পন্ন – থানায় মামলা কেউ আটক হয়নি

স্টাফ রিপোর্টার

যশোরের চৌগাছার আলোচিত চার সন্তানের জননী রাবেয়া বেগম হত্যাকান্ডে থানায় মামলা হয়েছে। মঙ্গলবার বিকেলে নিহতের স্বামী রবিউল ইসলাম বাদি হয়ে হত্যা মামলাটি করেন। এ দিন মাগরিব সন্নিকটে নিহতের মরাদেহ যশোরে ময়না তদন্ত শেষে বাড়িতে পৌছায় এবং এশাবাদ নামাজে জানাজা শেষে পারবিারিক কবর স্থানে দাফন সম্পন্ন হয়।
হত্যার শিকার রাবেয়া বেগমের মেয়ে তানজিলা খাতুন বলেন, মঙ্গলবার সন্ধ্যার কিছু আগে তার মায়ের মরাদেহ বাড়িতে এসে পৌছায়। তখন স্বজনহারাদের আর্তচিৎকারে বাতাস ভারি হয়ে উঠে। এশার নামাজের পর জানাজা অনুষ্ঠিত হয় এবং পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। তিনি বলেন, মঙ্গলবার বিকেলে তার পিতা বাদি হয়ে চৌগাছা থানায় একটি হত্যা মামলা করেছেন, কিন্তু পুলিশ এখনও পর্যন্ত কাউকে আটক করতে পারেনি। হত্যাকান্ডে জড়িত তামিম বিভিন্ন মাধ্যমে হুমকি দিয়ে যাচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ পায়ের হোসেন বলেন, নিহতের স্বামী রবিউল ইসলাম বাদি হয়ে একটি হত্যা মামলা করেছেন। মামলায় গ্রামের তাজুল ইসলামের ছেলে তামিমের নাম উল্লেখসহ অজ্ঞাত আসামি করা হয়েছে। পুলিশ আসামি আটকে সর্বোচ্চ চেষ্টা অব্যহত রেখেছে।
উল্লেখ্য, উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের বাঘারদাড়ি গ্রামে নিখোঁজের তিনদিন পর প্রতিবেশির বাড়ির টিউবওয়েলের পানি রাখা গর্তের ভিতর থেকে উদ্ধার করা হয় চার সন্তানের জননী রাবেয়া বেগমের মরা দেহ। চাঞ্চল্য এই হত্যাকান্ডের খবরে হতবিহবল গোটা এলাকার মানুষ। খবর পেয়ে ছুটে আসেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান। হত্যার সাথে যেই জড়িত থাক না কেন তার বিচার হবে বলে স্বজনদের আস্বস্ত করেন।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং