সারাদেশ

ইবিতে তরুণ কলাম লেখক ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম ইসলামী বিশ্ববিদ্যালয়(ইবি) শাখার উদ্যোগে ইফতার মাহফিলের অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক আশিকুর রহমানের সভাপতিত্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ইবি শাখার সমন্বয়ক এস এম সুইট,সহ-সমন্বয়ক নাহিদ ইসলাম ও সায়েম আহমেদ, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, ইবি শাখার অর্থ সম্পাদক, দপ্তর সম্পাদক সহ সংগঠেনের সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৮ সালের ২৩ জুলাই যাত্রা শুরু করে সংগঠনটি। তরুণ লেখকদের পরামর্শ দেওয়া, পত্রিকায় লেখা প্রকাশে সহযোগিতা করাসহ লেখালেখি বিষয়ক সভা, সেমিনার ও কর্মশালার আয়োজন ইত্যাদি করে থাকে সংগঠনটি।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,