শিক্ষাঙ্গন

ইবিতে দিনাজপুর জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে প‍ংকজ, শোয়াইব

মো. মিজানুর রহমান, ইবি প্রতিনিধি:

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যয়নরত দিনাজপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘দিনাজপুর জেলা ছাত্র কল্যাণ সমিতি’র ২০২৪-২৫ সেশনের আংশিক কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ফোকলোর স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের পংকজ রায় এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শোয়াইব বিন আছাদ।

 

বুধবার (৩ সেপ্টেম্বর) সংগঠনটির উপদেষ্টামণ্ডলী এবং সদ্য সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

নব-মনোনীত সাধারণ সম্পাদক শোয়াইব বিন আছাদ বলেন, দিনাজপুর জেলা ছাত্র কল্যাণ সমিতি শুধু একটি সংগঠন নয়, বরং দিনাজপুর থেকে আগত শিক্ষার্থীদের জন্য একটি পরিবার। এখানে প্রত্যেকে থাকবে সমান মর্যাদায়, এবং মতামত–পরামর্শের দুয়ার সর্বদা সবার জন্য উন্মুক্ত থাকবে। আমরা চাই সমিতিকে এমন এক পরিবারে রূপ দিতে, যেখানে সহযোগিতা, ভ্রাতৃত্ব ও জ্ঞানের আলো আমাদের এগিয়ে নেবে।

 

সভাপতি পংকজ রায় বলেন, দিনাজপুর জেলা কল্যাণ সমিতিএকটি পরিবার। এখানে আমরা কোন প্রকার রাজনৈতিক কার্যক্রম চালাবো না। আমরা সকলে ভাই, আমরা দ্বিধা দ্বন্দ্ব ছাড়াই যেনো একে অপরের কাছাকাছি যেতে পারি এবং বিপদে আপদে পাশে দাঁড়াতে পারি।

আমরা যারা জেলা কল্যাণের কার্যক্রমে যুক্ত হয়েছি তারা শুধু একটি পদের অধিকারী হ‌ইনি, বরং একটি বড় দায়িত্ব কাঁধে তুলে নিয়েছি।  তারুণ্য, নতুন ভাবনা এবং সৃজনশীলতাই আমাদের সবচেয়ে বড় সম্পদ। আমি বিশ্বাস করি, আমাদের সকলের হাত ধরে আমাদের জেলা কল্যাণের কার্যক্রম এক নতুন উচ্চতায় পৌঁছাবে।

 

আমরা সকলে মিলেমিশে কাজ করবো, একে অপরের কাছ থেকে শিখবো এবং আমাদের উদ্ভাবনী চিন্তাভাবনা দিয়ে আমাদের কার্যক্রমকে আরও গতিশীল করবো, এটাই আমার প্রত্যাশা। আমাদের মূল লক্ষ্য হচ্ছে জেলার শিক্ষক, কর্মকতা-কর্মচারী, সিনিয়র-জুনিয়র মিলেমিশে একসাথে চলবো এবং জেলার সার্বিক উন্নয়নে ভূমিকা রাখবো।

 

আমি আপনাদের সকলের প্রতি আহ্বান জানাই, আসুন আমরা সকলে মিলে কাঁধে কাঁধ রেখে কাজ করি। আমাদের সম্মিলিত প্রচেষ্টায় আমাদের জেলাকে একটি মডেল জেলা হিসেবে গড়ে তুলি।

You may also like

Uncategorized শিক্ষাঙ্গন

নাজিরপুরে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি :বিএনপির কেন্দ্রীয় কমিটি অন্যতম সদস্য, বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের বরিশাল বিভাগীয় সমন্বয়ক ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ
Uncategorized শিক্ষাঙ্গন সারাদেশ

পিরোজপুর ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মতবিনিময়

পিরোজপুর প্রতিনিধি: ইসলামি আরবি বিশ্ববিদ্যায়ের উপাচার্যের পিরোজপুরে আগমন উপলক্ষে সংবর্ধনা, আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৩০ নভেম্বর) সকালে পিরোজপুর