ইবি’র আইসিটি বিভাগের নতুন সভাপতি অধ্যাপক ড. শিপন মিয়া
ইবি প্রতিনিধি
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের নতুন সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন উক্ত বিভাগের অধ্যাপক ড. মো. শিপন মিয়া।
গত ২৮ অক্টোবর, ২০২৫ তারিখে আইসিটি বিভাগের সদ্য সাবেক সভাপতি অধ্যাপক ড. মো. আলমগীর হোসেনের দায়িত্বের মেয়াদ শেষ হওয়ায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মনজুরুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ২৯ অক্টোবর হতে অধ্যাপক ড. শিপন মিয়াকে পরবর্তী ৩ বছরের জন্য উক্ত বিভাগের সভাপতি হিসেবে নিয়োগ দেয়া হয়।
বিবৃতিতে জানানো হয়, এ দায়িত্ব পালনের জন্য অধ্যাপক শিপন নিয়মানুযায়ী সুযোগ সুবিধা পাবেন।
দায়িত্ব গ্রহণের পর অধ্যাপক ড. মো. শিপন মিয়া বলেন, আইসিটি বিভাগ ইসলামী বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রাণবন্ত একটি বিভাগ। আমি শিক্ষকমন্ডলী, কর্মকর্তা ও শিক্ষার্থীদের সঙ্গে সবাইকে সাথে নিয়ে বিভাগকে আরও এগিয়ে নিতে সর্বোচ্চ চেষ্টা করব। গবেষণা, উদ্ভাবন ও একাডেমিক উৎকর্ষতাকে কেন্দ্র করে একটি উন্নত শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলাই হবে আমার প্রধান লক্ষ্য।


