ইসলামী বিশ্ববিদ্যালয়ে IUPS এর ফেয়ারওয়েল ও ওয়ার্কশপ
ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটি (IUPS) এর উদ্যোগে প্রবীণ সদস্যদের বিদায়ী সম্মাননা ও নতুনদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী ওয়ার্কশপের আয়োজন সম্পন্ন হয়েছে। বুধবার (১২ নভেম্বর) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের আইআইইআর ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় দীর্ঘদিন ধরে IUPS-এর কার্যক্রমে নিবেদিতভাবে অবদান রাখা বিদায়ী সদস্যদের (outgoing committee members) সম্মাননা প্রদান করা হয়। সংগঠনের বর্তমান সদস্যদের ফটোগ্রাফি এবং ফটো এডিটিংয়ের ক্ষেত্রে তাদের সৃজনশীল ও কারিগরি দক্ষতা বাড়াতে একটি কর্মশালার ব্যবস্থা করা হয়।
এসময় সংগঠনটির সভাপতি মো. সালাউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সংগঠনটির উপদেষ্টা, অধ্যাপক ড. মো. শাহীনুজ্জামান, অধ্যাপক ড মো. মোস্তাফিজুর রহমান। এছাড়াও সংগঠনটির সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ফটোজার্নালিজম জার্নালিজমের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যম। ইসলামী বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটি এই মাধ্যমের দ্বারা বিশ্ববিদ্যালয়কে সকলের সামনে তুলে ধরছে। লেখার রিপোর্টিংয়ের চেয়ে ফটোগ্রাফিক রিপোর্টিং অনেক বেশি শক্তিশালী।
ফটোজার্নালিজম একদিক থেকে অনেক আনন্দের কাজ। সাক্ষ্য-প্রমাণের মাধ্যমে একটি সত্যকে প্রকাশ করার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি জীবন্ত ইতিহাস তৈরি করে এবং আগামী দিনের জন্য ইতিহাসের সূচনা করে।
উপাচার্য প্রশিক্ষণপ্রাপ্তদের উদ্দেশ্যে বলেন, এই অর্জিত জ্ঞানকে তোমরা জীবনে কাজে লাগাও। তোমরা এটিকে পেশার পাশাপাশি শখ হিসেবেও নিতে পারো। পেশাগতভাবে এই কাজের অনেক সুযোগ-সুবিধা আছে।
তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয় তোমাদের মেধা বিকাশের একটি গুরুত্বপূর্ণ জায়গা; শুধুমাত্র বই পড়াই শিক্ষার্থীদের কাজ নয়। তোমরা প্রত্যেকটা জিনিস বারবার পড়, মস্তিষ্ক দিয়ে চিন্তা ভাবনা কর এবং নতুন ভাবনা জাগাও।
সমাপনী বক্তব্যে সংগঠনটির সভাপতি মো. সালাউদ্দিন বলেন, ফটোগ্রাফি একটি নেশার মতো। যদি কেউ চেষ্টা করে সে একজন ভালো ফটোগ্রাফার হতে পারবে। আজকে আমরা একটি ওয়ার্কশপের আয়োজন করেছিলাম যেটা ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে। সংগঠনের সকল সদস্যের প্রচেষ্টায় ইসলামী বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি সোসাইটির কার্যক্রম আরও গতিশীল হবে।

