ইসলামী বিশ্ববিদ্যালয় ক্রিকেট ক্লাবের নেতৃত্বে রফিকুল, ইমরান

মিজানুর রহমান, ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ক্রিকেট ক্লাবের ২০২৫-২৬ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে উন্নয়ন অধ্যয়ন বিভাগের মো. রফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের চৌধুরী আবু খালেদ মো. ইমরান দায়িত্ব পেয়েছেন।
রবিবার (১৪ সেপ্টেম্বর) উপদেষ্টামণ্ডলীর অনুমোদনের পর সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদক সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানা যায়। কার্যনির্বাহী কমিটি আগামী ১ বছরের জন্য অনুমোদন দেয়া হয়।
কমিটিতে সহ-সভাপতি হিসেবে মুতাসিম বিল্লাহ, সিদওয়ানুল হক সাকিন, শাহরিয়ার নাজিম, শাহরিয়ার রাগিব, ইমরান হোসাইন ইমন ও তুর্য্য বিশ্বাস। যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে মেহেরব হোসেন অপি, পারভেজ হোসেন চয়ন, জ্যাকলিন, আল ইসলাম গাজী, রাকিব হোসাইন। সাংগঠনিক সম্পাদক হিসেবে সাগর, সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে সাইফুল ইসলাম, কাওসার আহমেদ, এ এইচ হিমেল। কোষাধ্যক্ষ হিসেবে লুকমান শাকিল, সহ-কোষাধ্যক্ষ হিসেবে আলিফ হোসাইন, যায়েদ বিন ওসমান ও স্বপন রানা। প্রচার সম্পাদক হিসেবে তারিফ, জুলকারনাইন দোলন এবং সহ-প্রচার সম্পাদক হিসেবে মহসিন দায়িত্ব পেয়েছেন।
কমিটিতে আরও রয়েছেন প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মুহাম্মদ আবদুন নূর স্মরণ, মিডিয়া বিষয়ক সম্পাদক হিসেবে রাতুল হোসাইন, আসিফ আদনান। কার্যনির্বাহী সদস্য হিসেবে মামুন হোসেন, আসিফ নেওয়াজ খান, মাহমুদ, হাফিজ, ফারহান তওহিদ।
সাধারণ সম্পাদক চৌধুরী আবু খালেদ মো. ইমরান বলেন, ‘আজকের দিনটি আমাদের জন্য আনন্দ ও গর্বের একটি দিন। ধন্যবাদ জানাই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এবং আমাদের উপদেষ্টাদের যাদের সহযোগিতা ও দিকনির্দেশনা ছাড়া এ কার্যক্রম সফল হতো না। পূর্ণাঙ্গ কমিটি ভবিষ্যতে ক্রিকেট ক্লাবকে আরও সুসংগঠিত, শৃঙ্খলাবদ্ধ ও আধুনিক ক্রিকেট চর্চার একটি কেন্দ্র হিসেবে গড়ে তুলতে কাজ করবে। আমাদের লক্ষ্য শুধু বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে প্রতিভাবান খেলোয়াড়দের গড়ে তোলা নয় বরং জাতীয় পর্যায়েও বিশ্ববিদ্যালয়ের নামকে গৌরবের সাথে তুলে ধরা। দলগত প্রচেষ্টা, শৃঙ্খলা, পরিশ্রম এবং আন্তরিকতার মাধ্যমে ইসলামী বিশ্ববিদ্যালয় ক্রিকেট ক্লাব আগামীতে একটি শক্তিশালী ও সফল ক্লাব হিসেবে পরিচিতি লাভ করবে।’
সভাপতি মো. রফিকুল ইসলাম (রফিক) বলেন, ‘ক্রিকেট ক্লাবের উপদেষ্টামন্ডলী, সাবেক সভাপতি এবং সাধারণ সম্পাদক এবং সকল সদস্যদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি আমাকে দায়িত্ব দেওয়ার জন্য। ক্রিকেট আমার আবেগের জায়গা। ছাত্র সমাজকে মাদক থেকে দূরে রাখতে ক্রীড়ার বিকল্প নেই। ইবির ক্রীড়াঙ্গনকে প্রাণবন্ত করার চেষ্টা থাকবে। ইবিয়ানদের জন্য নিয়মিত প্রতিযোগিতামূলক খেলার আয়োজন করাই হবে মূল লক্ষ্য। এছাড়াও মাঠে সুন্দর পরিবেশ, শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা থাকবে। আন্ত: বিভাগ খেলাগুলো যেন প্রতিবছর ক্রীড়া বিভাগ আয়োজন করতে পারে সেজন্য আমরা ক্রিকেট ক্লাব থেকে সহযোগিতা করব।’