সারাদেশ

উল্লাপাড়ায় জাতীয়তাবাদী ছাত্র দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মেসবাহুল হক মাসুম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ); 

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

শনিবার  সন্ধ্যায় ইউনিয়নের বন্যাকান্দী নইমুদ্দিন মেমোরিয়াল হাইস্কুল মাঠে  ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান দুলালের সভাপতিত্বে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আজমল হোসেনের সঞ্চালনায় সভাটি পরিচালিত হয়। সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেলাল সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক, এপিপি, এড. দেলোয়ার হোসেন মন্টু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু শাহিন রেজা, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক, আজমল হোসেন, যুগ্ম আহ্বায়ক খাজা মঈন উদ্দিন, ছাত্র দলের সাবেক সভাপতি মোঃ শাহাদাৎ হোসেন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এরশাদ বিন মজিদ,উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া, যুগ্ম আহ্বায়ক শাহ জালাল, স্বেচ্ছাসেবক দলের সদস্য জাফর ইকবাল,ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক মোঃ হায়দার আলী, সাংগঠনিক সম্পাদক শাহিন রেজা, বড়হর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ছাকোয়াত হোসেন সাবু, প্রেসক্লাবের সভাপতি মোঃ আনিছুর রহমান লিটন সহ অনেকে।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং