এই প্রথম বাগেরহাট সরকারি মহিলা কলেজ ছাত্র দলের কমিটি অনুমোদন

উজ্জ্বল কুমার দাস,বাগেরহাট জেলা প্রতিনিধি।।
এই প্রথম বাগেরহাট সরকারি মহিলা কলেজে ছাত্রদলের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
২৭ জুলাই ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ এর সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছীর উদ্দীন নাছির স্বাক্ষরিত এই কমিটি অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে সভাপতি তিষা আক্তার ও সাধারণ সম্পাদক করা হয়েছে মিম আক্তার। এছাড়া সাংগঠনিক সম্পাদক হয়েছেন রামিসা রাফসা থোকা।
এছাড়াও ৮ সদস্য বিশিষ্ট কমিটির বাকিরা হচ্ছেন সিনিয়র সহ-সভাপতি তুলি আক্তার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মিতু আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক লামিয়া মিমি, প্রচার সম্পাদক ফারজানা আক্তার, দপ্তর সম্পাদক শাহানা আক্তার সুমি।
একই সাথে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।
এ বিষয়ে নব গঠিত কমিটির সভাপতি বলেন,আমাদের প্রতিষ্ঠানের বিগত সময় ছাত্রদলের কোন রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করার সুযোগ পাইনি। বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই শিক্ষা প্রতিষ্ঠানের গণতান্ত্রিক পরিবেশে রাজনীতি করার সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য আমরা খুবই আনন্দিত। আর এই জন্য আমরা কেন্দ্রীয় সংসদ কে ধন্যবাদ জানাই। আশা করি নির্দিষ্ট সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে ছাত্রদলের হাতকে শক্তিশালী করব।
সাধারণ সম্পাদক বলেন, এটি আমাদের জন্য ভাগ্যের কারণ এই প্রতিষ্ঠানে আমাদের হাত ধরেই ছাত্রদলের রাজনীতির সূচনা হচ্ছে। শিক্ষার্থীদের অধিকার আদায় এবং তাদের সুখে-দুখে আমরা তাদের পাশে থেকে কাজ করবো যাতে করে ছাত্রদলের ভাবমূর্তি উজ্জ্বল হয়।
একই সাথে বাগেরহাটের আরো বেশ কয়েকটি কলেজ কমিটির অনুমোদন দেওয়া হয় এবং আরো কয়েকটি কলেজ কমিটি ঘোষণার অপেক্ষায় রয়েছে।