সারাদেশ

একুশের উদযাপন ও চেতনার পরম্পরা শীর্ষক বীক্ষণ আসর

 

রফিকুল ইসলাম মানিক : জাগাইছে জনে জনে প্রজ্ঞা স্পন্দন শ্লোগানে মুখরিত ময়মনসিংহ সাহিত্য সংসদ পাঠচক্র প্রকল্প বীক্ষণ আসর ২১৩৭ শুক্রবার সকালে চেতনা সংসদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। আসরের আলোচ্য বিষয় একুশের উদযাপন ও চেতনার পরম্পরা।
সভাপতিত্ব করেন লেখক সাংবাদিক এনামুল হক মন্ডল, আলোচনা করেন কবি ইয়াজদানী কোরায়শী কাজল, লেখক ডাঃ মতিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা বিমল পাল, গবেষক অহিদ রহমান, কবি জালাল উদ্দিন জামান, লেখক রবিউল ইসলাম।স্বাগত বক্তব্য রাখেন কবি স্বাধীন চৌধুরী সাধারণ সম্পাদক ময়মনসিংহ সাহিত্য সংসদ, সঞ্চালনায় কবি রফিকুল ইসলাম মানিক সাবেক আহবায়ক বীক্ষণ। দ্বিতীয় পর্বে উপস্থিত কবি বৃন্দ স্বরচিত পাঠ করেন, সঞ্চালনায় কবি সুষ্মিতা সরকার স্নেহা সদস্য বীক্ষণ ।
উপস্থিত ছিলেন কবি ও ছড়াকার নাজমা মমতাজ,কবি আহমেদ শাহাবুদ্দিন, বাচিকশিল্পী শেখ মাহবুব, কবি দালান জাহান, কবি পারভেজ শিহাব,বাচিকশিল্পী তপু চৌধুরী, কবি জুবায়েদ ইবনে সাঈদ, সংবাদকর্মী নবী হোসেন লাদেন প্রমুখ।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,