কক্সবাজারে নিখোঁজের ৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
কক্সবাজার প্রতিনিধি।
কক্সবাজারে নিখোঁজের ৮ ঘণ্টা পর আল মুহাম্মদ হক আহাদ (৫) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দিনগত রাত ১টার দিকে কক্সবাজার শহরের কলাতলীর ডিসির পাহাড় এলাকার নিজ বাড়ির পাশের একটি খালি প্লটের মিলেছে এ মরদেহ।
নিহত আল মুহাম্মদ হক আহাদ ওই এলাকার অনোয়ারুল হকের ছেলে। সে স্থানীয় একটি কিন্ডার গার্ডেনের শিশু শ্রেণীর শিক্ষার্থী।
কক্সবাজার সদর থানার ওসি ইলিয়াস খান জানিয়েছেন, মঙ্গলবার বিকাল ৫টার দিকে শিশু আহাদ নিখোঁজ হয়। তারপর থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা। একপর্যায়ে রাত ১টার দিকে বাড়ির পাশের সীমানা দেয়াল দিয়ে ঘেরা একটি খালি প্লটে শিশুটির নিথরদেহ পাওয়া যায়। দ্রুত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি জানান, শিশুটির গলায় চাপ দেয়ার চিহ্ন রয়েছে জানিয়েছে স্বজনরা। ময়নাতদন্তের পর বিস্তারিত তথ্য জানা যাবে। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়ার পাশাপাশি মৃত্যুর রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।