কচুয়ায় উল্টো রথ টানের মধ্য দিয়ে শেষ হলো রথযাত্রা উৎসব
উজ্জ্বল কুমার দাস, বাগেরহাট জেলা প্রতিনিধি।।
বাগেরহাটের কচুয়া উপজেলার কেন্দ্রীয় সাইনবোর্ড মন্দির থেকে সাড়ে ৬০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
এতে হাজার হাজার ভক্ত ও দর্শনার্থীরা অংশগ্রহণ করে। দুপুর ১ টায় রথটান শুরু হয়ে শিববাড়ি মন্দিরে গিয়ে শেষ হয়। রথটান শেষে মন্দির কমিটির সভাপতি প্রদীপ বসু শন্তুর সভাপতিত্বে মন্দির প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট বাগেরহাট জেলা শাখার সদস্য সচিব ও মন্দির কমিটির সদস্য সচিব শিমুল চন্দ্র রায় এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য খান মনিরুল ইসলাম, উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক সরদার জাহিদ, উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ তৌহিদুল ইসলাম, সহ অনেকে।
এ সময় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কচুয়া উপজেলা শাখার আহবায়ক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও ধর্মীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
গত ২৭ জুন থেকে শিবপুর শিববাড়ি সহ উপজেলার কচুয়া সদরের গোবিন্দ মন্দির, বড়আন্ধারমানিক হরিসভা মন্দির,শ্যানপুকুরিয়া রাধা মাধব মন্দির সহ বিভিন্ন মন্দিরে রথযাত্রা উৎসব শুরু হয়। যা শান্তিপূর্ণভাবে ৫ জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে শেষ হয়।





