কচুয়ায় ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত
উজ্জ্বল কুমার দাস ,বাগেরহাট জেলা প্রতিনিধি।।
বাগেরহাটের কচুয়ায় বাল্যবিবাহ, শিশুশ্রম, শিশু অপুষ্টি ও শিক্ষা থেকে ঝড়েপড়া রোধে করনীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১১ ডিসেম্বর সকাল ১১ টায় কচুয়া এরিয়া প্রোগ্রাম এর আয়োজনে উপজেলা কনফারেন্স রুমে আয়োজিত মতবিনিময় সভায় কচুয়া এপি ম্যানেজার এলিস মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলী হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আসিফ হায়দার।
এছাড়াও অন্যান্যদের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসান মাহামুদ, কচুয়া মৎস্য কর্মকর্তা রবিন্দ্র নাথ মন্ডল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ আলী, মাধ্যমিক শিক্ষা অফিসার মানিক অধিকারী, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ও কচুয়া সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ রায়হান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হাসান ঈমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আকবর হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস, মফস্বল সাংবাদিক ফোরাম কচুয়া উপজেলা শাখার সভাপতি তুহিন খান।
এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, কচুয়া এপির প্রোগ্রাম অফিসার সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





