কচুয়ায় কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ে সভা

উজ্জ্বল কুমার দাস ,বাগেরহাট জেলা প্রতিনিধি।।
বাগেরহাটের কচুয়ায় কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ে সভা ও শিশু সুরক্ষা কর্মসূচি ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
২৪ জুলাই বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কচুয়া এপির আয়োজনে কচুয়া এপি ম্যানেজার এ্যালিস মন্ডলের সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মানিক অধিকারী, উপজেলা সমাজসেবা অফিসার শেখ হাসিবুর রহমান, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো:আকবর হোসেন হাওলাদার, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোহাম্মদ হাসান ইমাম, উপজেলা দারিদ্র বিমোচন অফিসার মৃলেশ কান্তি মজুমদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনোয়ারা খানম, কচুয়া থানার সাব ইন্সপেক্টর শহীদুল ইসলাম, কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উজ্জল কুমার দাস, পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক সমীর বরণ পাইক, সরকারি প্রোগ্রামার খান মোয়াজ্জেম হোসাইন রাসেল,সাংবাদিক সাকিব সহ প্রমুখ।
এছাড়া সেবাদাতা, সেবাগ্রহীতা, সিভিএ কার্যকরী দল, ছাত্র-ছাত্রী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সরকারী নেতৃবৃন্দ এবং শিশু ফোরামের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।