অর্থনীতি জাতীয় তথ্য ও প্রযুক্তি শিক্ষাঙ্গন সারাদেশ

কচুয়ায় বিনামূল্যে ঘাস কাটা মেশিন বিতরণ 

উজ্জ্বল কুমার দাস, বাগেরহাট জেলা প্রতিনিধি।।

প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প এলডিডিপি এর আওতায় পিজি গ্রুপের খামারিদের মাঝে ঘাস কাটা মেশিন (গ্রাস চপার)বিতরণ করা হয়েছে।
২৪ (মে) দুপুর সাড়ে ১২টায় কচুয়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের উদ্যোগে উপজেলার ৭ টি দুগ্ধ উৎপাদনকারী (পিজি) দলের মাঝে ৭ টি ঘাসকাটা মেশিন বিতরণ করার কথা থাকলেও এদিন ৬ টি মেশিন বিতরণ করেন। বাকি একটি পরবর্তীতে কচুয়া সদর ইউনিয়নে বিতরণ করা হবে । উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে বিনামূল্যে এসব মেশিন বিতরণ করেন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহম্মদ আলীর সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদ। ছাড়াও অন্যান্যদের মধ্যে ছিলেন কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কচুয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক সূর্য্য চক্রবর্তী সাংবাদিক শিকদার সাইদুজ্জামান প্রমুখ।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহম্মদ আলী বলেন, পিজি গ্রপের প্রতিটি দলে ৪০ জন করে সদস্য রয়েছে।  এইসব গ্রাস চপার মেশিন সকল সদস্যরা মিলে ব্যবহার করবে। প্রকৃত খামারিদের মাঝেই এগুলো বিতরণ করা হয়েছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,