কচুয়ায় ৭১ সদস্য বিশিষ্ট সর্বদলীয় সম্মিলিত কমিটি গঠন

উজ্জ্বল কুমার দাস ,বাগেরহাট জেলা প্রতিনিধি।।
কচুয়ায় সর্বদলীয় সম্মিলিত কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সরদার জাহিদকে আহবায়ক এবং মাওলানা শহিদুল ইসলাম খানকে সদস্য সচিব করে বিভিন্ন দলের নেতৃবৃন্দদের সমন্বয়ে মোট ৭১ সদস্য বিশিষ্ট একটি সর্বদলীয় সম্মিলিত কমিটি কমিটি গঠন করা হয়।
১৮ আগষ্ট বিকাল সাড়ে পাঁচটায় কচুয়া উপজেলা বিএনপি অফিস কার্যালয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদ।
কমিটি গঠনের সময় বিভিন্ন দলের নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন, কচুয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদ, বাংলাদেশ জামায়েত ইসলাম কচুয়া উপজেলা শাখার সভাপতি মোঃ রফিকুল ইসলাম, ইসলামী আন্দোলন কচুয়া উপজেলা শাখার সভাপতি মোঃ নুরুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস কচুয়া উপজেলা শাখার আমির মোঃ অলিউল্লাহ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সংগঠনিক সম্পাদক শেখ জাহাঙ্গীর হোসেন,শেখ হুমায়ুন কবির,বিএনপি নেতা বেদার উদ্দিন ডাকুয়া,খান শহিদুজ্জামান মিল্টন, কচুয়া উপজেলা জামায়েত এর নায়েবে আমির মাওলানা শহিদুল ইসলাম, ইসলামী আন্দোলন এর কচুয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, খেলাফত মজলিস কচুয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, ইসলামী আন্দোলন কচুয়া উপজেলা শাখার সহ-সভাপতি ইব্রাহিম হোসেন সহ প্রমুখ।
সর্বদলীয় সম্মিলিত কমিটির পক্ষ থেকে আগামী ২৪ আগষ্ট বাগেরহাটের ৪ টি আসন পূর্ণবহলের দাবিতে মহাসড়ক অবরোধ করার সিদ্ধান্ত হয়েছে।