কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদকে বিদায় সংবর্ধনা

উজ্জ্বল কুমার দাস,বাগেরহাট জেলা প্রতিনিধি।।
মঘিয়া সার্বজনীন কালিবাড়ি ও শিব বাড়ি মন্দির কমিটির পক্ষ থেকে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
২৩ জুলাই বিকাল ৫ টায় মঘিয়া সর্বজনীন কালিবাড়ি ও শিব বাড়ি মন্দির কমিটির পক্ষ থেকে তাকে আবেগঘন অশ্রুসিক্ত বিদায় সংবর্ধনা দেওয়া হয়। এসময় মন্দির কমিটির প্রধান উপদেষ্টা তার বিদায় অনুষ্ঠানে গান গেয়ে শোনান।
মন্দির কমিটির প্রধান উপদেষ্টা অবসরপ্রাপ্ত যুগ্মসচিব স্বপন কুমার মন্ডল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদলি আদেশ প্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার জনাব কে এম আবু নওশাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ কুমার দাস এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান ফেরদৌস।
এদিন মন্দির কমিটির সভাপতি শিক্ষক নিত্য রঞ্জন ঘোষ এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মন্দির কমিটির সাধারণ সম্পাদক শিক্ষক আশীষ কুমার বিশ্বাস, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কচুয়া উপজেলা শাখার আহবায়ক ও কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস, উপদেষ্টা সুব্রত রায় চৌধুরী,বীর মুক্তিযোদ্ধা প্রতাপ রায়, সিনিয়র সহ-সভাপতি পরমানন্দ মলঙ্গী, গৌতম গোপাল সাহা, স্বপন কুমার মজুমদার, প্রশান্ত পাইক, বিষ্ণু শিকদার, শ্যামল ডাকুয়া, সুকান্ত মিস্ত্রি, সমীর চক্রবর্তী, কৃষ্ণ স্বর্ণকার প্রমূখ।
এদিন গুণমুগ্ধ ভক্তবৃন্দ তার কর্মময় জীবনের উত্তর উত্তর সাফল্য কামনা করেন। তার অসাম্প্রদায়িক মনোভাব ও মানবিক কাজের জন্য কালিবাড়ি ও শিব বাড়ি মন্দির কমিটির পক্ষ থেকে বিদায় সম্মাননা স্মারক প্রদান করেন।