কচুয়া পাবলিক লাইব্রেরির পক্ষ থেকে ইউএনও কেএম আবু নওশাদকে বিদায় সংবর্ধনা

উজ্জ্বল কুমার দাস ,বাগেরহাট জেলা প্রতিনিধি।।
কচুয়া পাবলিক লাইব্রেরির পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
২৯ জুলাই সকাল ১১ টায় পাবলিক লাইব্রেরির নিজস্ব হলরুমে সদ্য বদলি আদেশপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার কে এম আবু নওশাদ এর বদলি জনিত বিদায় উপলক্ষে পাবলিক লাইব্রেরি ও পাঠকদের পক্ষ থেকে সংবর্ধনার মাধ্যমে সম্মাননা প্রদান করা হয়েছে।
পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক সমীর বরন পাইক এর সঞ্চালনায় পাবলিক লাইব্রেরির সভাপতি ও কচুয়া উপজেলার বিদায়ী নির্বাহী কর্মকর্তা কেএম আবু নওশাদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া সরকারি মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ প্রফেসর শিশির কুমার রায়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন কচুয়া মনি কারিগরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নরেশ কুমার, কচুয়া ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ এসএম নাজমুল হুদা মিয়া। অনুষ্ঠানে অন্যন্যদের মধ্যে বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধা প্রতাপ কুমার রায়,সাবেক সহকারী অধ্যাপক নন্দ কিশোর সাহা, কচুয়া প্রেসক্লাবের সভাপতি সেখ শহিদুল ইসলাম খোকন,সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস, সিনিয়র সাংবাদিক এস ওয়াজেদ আলী,মানবাধিকার কর্মী জাহিদুল ইসলাম বুলু, সাংবাদিক সিকদার সাইদুল ইসলাম,বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি কচুয়া উপজেলা শাখার মোঃ তারেক।
এছাড়াও উপস্থিত ছিলেন, সাংবাদিক খান সুমন, মোঃ রাকিব সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পাঠক, লেখক প্রমুখ।