কর্ণফুলীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে র্যালি, মানববন্ধন ও আলোচনা সভা
কর্ণফুলী প্রতিনিধি:
কর্ণফুলীতে দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক)-এর উদ্যোগে ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি কর্মকর্তা, ছাত্রছাত্রী, সাংবাদিক ও স্থানীয় প্রতিনিধিরা অংশ নিয়ে দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুপ্রকের উপজেলা সহসভাপতি প্রফেসর মোহাম্মদ মহিউদ্দীন চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব কান্তি রুদ্র।
মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন আবুল হাসান, সহকারী পরিচালক, দুর্নীতি দমন কমিশন (দুদক), সমন্বিত জেলা কার্যালয়–২। বিশেষ অতিথি ছিলেন উপজেলা দুপ্রক কমিটির সাধারণ সম্পাদক মো. ইয়াছিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাবুল চন্দ্র নাথ।
সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলা কমপ্লেক্স থেকে বেলুন উড়িয়ে র্যালির শুভ উদ্বোধন করা হয়। র্যালিটি উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে মানববন্ধনে পরিণত হয় এবং পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য দেন:উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম,
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কৌশক চাকমা,কর্ণফুলী থানা পুলিশের উপপরিদর্শক জুয়েল মজুমদার,চরলক্ষ্যা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর মোহাম্মদ,
বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্ণফুলী শাখার কর্মপরিষদ সদস্য মোহাম্মদ ইলিয়াস মেম্বার,কর্ণফুলী মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ সাইদুজ্জামান,কর্ণফুলী আবদুল জলিল কলেজের শিক্ষার্থী মোহাম্মদ শাহাদাত হোসেন।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা দুপ্রক সদস্য ফরিদা ইয়াসমিন (রুনু), শামসুন নাহার বেগম, মোহাম্মদ মিসবাহ উদ্দীনসহ অন্যান্য সদস্যরা। বক্তারা দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলার গুরুত্ব পুনরায় জোর দেন।





