কর্ণফুলীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় নারী নিহত
																																		কর্ণফুলী প্রতিনিধি, চট্টগ্রাম
চট্টগ্রামের কর্ণফুলী শিকলবাহায় রাস্তা পার হওয়ার সময় কাভার্ড ভ্যানের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার শিকলবাহা কলেজ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন।
তবে দুর্ঘটনায় মুখমণ্ডল বিকৃত হওয়ায় তাৎক্ষণিক নিহত ওই নারীর পরিচয় পাওয়া যায়নি। পরিচয় সনাক্তে পুলিশ কাজ করছে।
জানা গেছে, ওই নারী হেঁটে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো- উ – ১২-০৯ ৫৩) এর ধাক্কায় তিনি ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর কাভার্ড ভ্যান জব্দ ও চালককে আটক করেন স্থানীয়রা।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যুর খবর পেয়েছি। আমাদের টিম ঘটনাস্থলে গেছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
        
                        



                        
                            
