কর্ণফুলীতে ফ্রিজে শর্টসার্কিট থেকে আগুন, তিন বসতঘর পুড়ে ছাই
কর্ণফুলী প্রতিনিধি :
চট্টগ্রামের কর্ণফুলীতে বৈদ্যুতিক শর্টসার্কিটে তিনটি বসতবাড়ি পুড়ে যাওয়ার ঘটনা ঘটেছে।
সোমবার (৮ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলার চরপাথরঘাটা ৩ নম্বর ওয়ার্ড মনির গোষ্ঠীর বাড়িতে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী মর্ডাণ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. সাইদুজ্জামান।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তিন বসতঘরের ছয়টি পরিবার রয়েছে বলে জানা যায়। ক্ষতিগ্রস্তরা হলেন – মো. জসিম (৩৫), মো. হাসান (২২) আবুল কালাম (৪৫) আব্দুর রহমান (৪০) আবদুল কাদের (৩৮) জিয়াউর রহমান (৩৭)।
জানা গেছে, ওই এলাকার জসিমের টিনশেড বাড়ির ব্যবহৃত ফ্রিজে বৈদ্যুতিক শর্টসার্কিট হয়। পরে সেখান থেকে আগুন ছড়িয়ে পাশাপাশি আরও দুটি সেমিপাকা বসতবাড়িতে আগুন ধরে যায়।
এতে মুহূর্তেই সবগুলো বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। যার আনুমানিক ক্ষতি ৩০ লাখ টাকা বলে দাবি করছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।
আগুনে জসিমের নগদ আড়াই টাকা পুড়ে যায়। টাকা গুলো তার শালা বিদেশ থেকে দুইদিন আগে পাঠিয়েছিল বলে দাবি। এছাড়াও ২- ৩ ভরি স্বর্ণালংকার পুড়ে গেছে বলে দাবি করছে পরিবারগুলো।
কর্ণফুলী মর্ডাণ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. সাইদুজ্জামান বলেন, আমরা খবর শুনেই ছুটি গিয়ে প্রায় ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।





