কর্ণফুলীতে ৫০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ এবং সার বিতরণ

কর্ণফুলী প্রতিনিধি
২০২৫-২০২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন খাতের আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বসতবাড়িতে ও মাঠে চাষযোগ্য শীতকালিন শাকসবজির উফশী ও হাইব্রিড বীজ এবং সার বিতরণ করা হয়েছে।
আজ ২০ অক্টোবর (সোমবার) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সজীব কান্তি রুদ্র।
উপজেলা কৃষি অফিসার শারমিন সুলতানা সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণীসম্পদ অফিসার মোঃ রাকিবুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার লিসোবি আক্তার শান্তা, উপজেলা আইসিটি অফিসার ফাতেমা জান্নাত স্বর্ণা, উপ-সহকারী প্রকৌশলী তাসলিমা আক্তার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার দ্বিজেন ধর, সৈয়দা আমাতুল্লাহ আরজু, উপ সহকারী কৃষি অফিসার এস,এম কফিল উদ্দীন ও আবদুল করিম (এসএপিপিও) প্রমূখ।
এসময় উপজেলার ২৫০ জন কৃষকের মাঝে বিভিন্ন হাইব্রিড জাতের সবজি বীজ মিষ্টি কুমড়া, লাউ, বেগুন,শসা এবং ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এম ও পি সার বিনামূল্যে প্রদান করা হয়। এছাড়া ২৫০ জন কৃষকের মাঝে বসতবাড়িতে প্রায় আট প্রকারের উফশী শাক সবজির বীজ বিতরণ করা হয়েছে।
এসময় অতিথিবৃন্দ বলেন, সরকারের এই কৃষি প্রণোদনা কর্মসূচি কৃষকদের মাঝে চাষাবাদে আগ্রহ বাড়াবে এবং উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে। বিশেষ করে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকরা এই ধরনের সহায়তার মাধ্যমে আর্থিকভাবে উপকৃত হবেন। তাঁরা আরও জানান, এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরও অধিকসংখ্যক কৃষক যাতে এই সুবিধার আওতায় আসতে পারেন, সে জন্য নানা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।