কালাইয়ে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে দিল প্রশাসন জয়পুরহাটের কালাইয়ে অবৈধ ভাবে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল দিয়ে মৎস্য শিকারের বিরুদ্ধে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল জব্দ করে পুড়িয়ে দিয়েছে কালাই উপজেলা প্রশাসন। এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে একজনকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা আক্তার জাহান। বুধবার (১৩ আগষ্ট) বিকেল থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত উপজেলার করিমপুর মোড়ের পাশের খালে এবং পাঁচগ্রাম ও জালাইগাড়ি রাস্তার দু’পাশে অভিযান চালিয়ে এসব চায়না দুয়ারি জাল ও কারেন্ট জাল উদ্ধার করা হয়। পরে জব্দ করা জালগুলো কালাই উপজেলা পরিষদ চত্বরে নিয়ে এসে আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়। এর আগেও বিগত দিনে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করে উপজেলা পরিষদের চত্বরে ধ্বংস করা হয়। এছাড়াও মৎস রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ ৪/ক অনুযায়ী মোলামগাড়ি বাজারে সিদ্দিক নামে একজনকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। এসময় কালাই উপজেলা মৎস্য কর্মকর্তা তৌহিদা মোহতামিম, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আসাদুজ্জামান চৌধুরী, আইসিটি টেকনিশিয়ান এস এম তারেকুল ইসলাম, অফিস সহকারী সোহেল রানাসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা আক্তার জাহান বলেন, দেশীয় প্রজাতির মাছ রক্ষায় এবং জনস্বার্থে অবৈধ জাল দিয়ে মৎস্য শিকারিদের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে। তিনি আরো বলেন, গত ৭ তারিখে হাতিয়র থেকে বৈরাগীরহাট পর্যন্ত রাস্তার দুপাশে প্রাপ্ত চায়না দুয়ারি ও কারেন্ট জাল এবং ১১ তারিখে মাত্রাই ইউনিয়নের কানমুনা হারাবতি খালে প্রাপ্ত অবৈধ জাল, এছাড়াও পুনট হাটে দোকানে প্রাপ্ত অবৈধ চায়না দুয়ারি জাল জনস্বার্থে ধ্বংস করা হয়।

জাহিদুল ইসলাম (জাহিদ) স্টাফ রিপোর্টার।
জয়পুরহাটের কালাইয়ে অবৈধ ভাবে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল দিয়ে মৎস্য শিকারের বিরুদ্ধে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল জব্দ করে পুড়িয়ে দিয়েছে কালাই উপজেলা প্রশাসন। এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে একজনকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা আক্তার জাহান।
বুধবার (১৩ আগষ্ট) বিকেল থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত উপজেলার করিমপুর মোড়ের পাশের খালে এবং পাঁচগ্রাম ও জালাইগাড়ি রাস্তার দু’পাশে অভিযান চালিয়ে এসব চায়না দুয়ারি জাল ও কারেন্ট জাল উদ্ধার করা হয়। পরে জব্দ করা জালগুলো কালাই উপজেলা পরিষদ চত্বরে নিয়ে এসে আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়। এর আগেও বিগত দিনে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করে উপজেলা পরিষদের চত্বরে ধ্বংস করা হয়।
এছাড়াও মৎস রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ ৪/ক অনুযায়ী মোলামগাড়ি বাজারে সিদ্দিক নামে একজনকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় কালাই উপজেলা মৎস্য কর্মকর্তা তৌহিদা মোহতামিম, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আসাদুজ্জামান চৌধুরী, আইসিটি টেকনিশিয়ান এস এম তারেকুল ইসলাম, অফিস সহকারী সোহেল রানাসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা আক্তার জাহান বলেন, দেশীয় প্রজাতির মাছ রক্ষায় এবং জনস্বার্থে অবৈধ জাল দিয়ে মৎস্য শিকারিদের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।
তিনি আরো বলেন, গত ৭ তারিখে হাতিয়র থেকে বৈরাগীরহাট পর্যন্ত রাস্তার দুপাশে প্রাপ্ত চায়না দুয়ারি ও কারেন্ট জাল এবং ১১ তারিখে মাত্রাই ইউনিয়নের কানমুনা হারাবতি খালে প্রাপ্ত অবৈধ জাল, এছাড়াও পুনট হাটে দোকানে প্রাপ্ত অবৈধ চায়না দুয়ারি জাল জনস্বার্থে ধ্বংস করা হয়।