কালাই উপজেলা প্রশাসনের পক্ষে শহীদ রিতার কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ

জাহিদুল ইসলাম (জাহিদ) স্টাফ রিপোর্টার।
আওয়ামী ফ্যাসিষ্ট সরকারের গুলিতে ২৪ এর গণঅভ্যূত্থানে শহীদ রিতার কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করেছেন কালাই উপজেলা প্রশাসন।
আজ মঙ্গলবার সকাল ৯ টায় পুনট ইউনিয়নের তালখুর গ্রামের শহীদ রিতা আক্তারের পরিবার ও তার স্বজনদের সাথে নিয়ে রিতার সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা আক্তার জাহান।
এসময় কালাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেকার রহমান, কালাই উপজেলা কৃষি অফিসার হারুনর রশিদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আর এম ডা. নাহিদ নাজনীন ডেইজি, কালাই থানা অফিসার ইনচার্জ জাহিদ হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মাহমুদুল হাসান, উপজেলা মাধ্যমিক অফিসার কাজী মনোয়ারুল হাসান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আল আমিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারী ও গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
ছাত্র-জনতার গণঅভ্যূত্থান এবং শেখ হাসিনার স্বৈরাচারী শাসনে নিহত সকল শহীদদের স্মরণ করে মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। পরে দিবসটি উপলক্ষে পুনট বাজারে ভ্যান চালকদের মাঝে উপজেলা প্রশাসন ও পৌরসভার পক্ষ থেকে ছাতা বিতরণ করা হয়।
কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা আক্তার জাহান শহীদ রিতার বাবা এবং পরিবারের অন্যান্য সদস্যদের সমবেদনা জানান। তিনি বলেন, রিতার এই আত্মত্যাগ বাংলাদেশ চিরকাল মনে রাখবে এবং জাতীয় বীর হিসেবে শ্রদ্ধার সাথে স্মরণ করবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকায় নিহত রিতা আক্তার কালাই উপজেলার পুনট ইউনিয়নের তালখুর গ্রামের আশরাফ আলীর মেয়ে। সে রাজধানীর মিরপুরের দুয়ারীপাড়া সরকারি কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের ৫ আগস্ট বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার মিরপুর-২ এলাকায় ওভারব্রিজের নিচে পুলিশের গুলিতে মাথায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন কলেজছাত্রী রিতা আক্তার।