সারাদেশ

কিন্ডার স্কুলের শিক্ষার্থীদের মানববন্ধন চৌগাছায়

স্টাফ রিপোর্টার – মেহেদী হাসান শিপলু – চৌগাছা (যশোর)

সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে সরকারী বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহনের দাবিতে যশোরের চৌগাছায় মানববন্ধন হয়েছে। উপজেলার অন্তত ২০টি কিন্ডার কার্টেন স্কুলের শতশত শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবকগণ রোববার সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ চত্তরে মানববন্ধন করেন। ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে শিক্ষক প্রতিনিধিদল উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে যশোরের জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। তবে উপজেলা নির্বাহী অফিসার না থাকায় তারা উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমানের হাতে স্মারকলিপি তুলে দেন।

মানববন্ধনে অংশ নেয়া শিশু শিক্ষার্থী জারিন মার্জিয়া, শাহারিয়া আতিক বলেন, আমরা নার্সরী হতে ৫ম শ্রেনী পর্যন্ত কিন্ডার গার্টেন স্কুলে পড়ালেখা করে আসছি। বিগত বছরে আমাদের বড় ভাই বোনেরা প্রাথমিকে সরকারী বৃত্তি দিতে পেরেছে এবার সেটি বন্ধ করা হয়েছে, আমরা বৃত্তি পরীক্ষায় অংশ নিতে চাই সে কারনে ক্লাস ফেলে রেখে এই মানববন্ধনে অংশ নিয়েছি।

চৌগাছা কিন্ডার গার্টেন এ্যাসোসিয়শনের পক্ষে নব কিশালয় কিন্ডার গার্টেন স্কুলের অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, বছরের পর বছর ধরে কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষার্থীরা সরকারী প্রাথমিক বৃত্তি পরীক্ষা দিয়ে আসছে এবং তারাও অত্যান্ত সাফল্যের সাথে পাশ করছে। এবছর সরকার সারা বাংলাদেশে কিন্ডার গার্টেন স্কুলের শতশত শিক্ষার্থীকে ওই সুবিধা থেকে বঞ্চিত করছেন, বিধায় আমরা রাস্তায় নেমেছি। গত সপ্তাহে যশোর জেলাতে অনুরুপ মানবন্ধন হয়েছে, যশোরের মত সারাদেশে আমরা মানববন্ধন করে সরকারের দৃষ্টি আকর্ষনের চেষ্টা করছি।
এ সময় উপজেলা পরিষদ লাইসিয়াম স্কুলের সিনিয়র শিক্ষক মাওঃ শাহাজান আলী, প্রতিভা এডাস স্কুলের সিনিয়র শিক্ষক রাজিব হোসেন, চাইল্ড কেয়ার এডাস স্কুলের প্রধান শিক্ষক শাহাজান আলী, সবুজ কুড়ি আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক রজব আলী, রাগিব আহসান কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষক রাম প্রসাদ, বেলা প্রি ক্যাডেট স্কুলের রতন হোসেন, আদর্শ এডাস স্কুলের শিক্ষক আব্দুল আজিজসহ বিভিন্ন কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,