কুমিল্লায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৭০ পরিবার পেল প্রধান উপদেষ্টার উপহারঘর

হাবিবুর রহমান মুন্না।।
২০২৪ সালের বন্যায় ঘরবাড়ি হারানো কুমিল্লার ৭০টি গৃহহীন পরিবার বিশেষ আবাসন প্রকল্পের আওতায় নতুন ঘরের চাবি পেয়েছে। এই ঘরগুলো নির্মাণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী এবং তা উপহার হিসেবে হস্তান্তর করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার (৩০ এপ্রিল) সকালে একটি ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে ‘নিজ বসতভিটায় বিশেষ আবাসন নির্মাণ প্রকল্প’-এর উদ্বোধন করেন তিনি।
জেলার বিভিন্ন উপজেলায় ঘর বরাদ্দ পাওয়া পরিবারগুলোর মধ্যে বুড়িচংয়ে ২৯টি, ব্রাহ্মণপাড়ায় ১০টি, সদর দক্ষিণে ৬টি, চৌদ্দগ্রামে ১০টি, মনোহরগঞ্জে ১০টি এবং নাঙ্গলকোটে ৫টি ঘর রয়েছে।
এই প্রকল্প বাস্তবায়নে সহায়তা করেছে জেলা প্রশাসন এবং সেনাবাহিনীর ২৪ ও ৩৩ পদাতিক ডিভিশন।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সঙ্গে যুক্ত হয় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গোলপাশা ইউনিয়নের কুমাল্লা গ্রামের উপকারভোগী মো. আলম মিয়ার বাড়ি। সেখান থেকেই ঘর হস্তান্তরের কার্যক্রমের উদ্বোধন হয়।
প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানানো হয়, বন্যায় ক্ষতিগ্রস্ত গৃহহীনদের সহায়তায় দেশের বিভিন্ন জেলায় মোট ৩০০টি ঘর নির্মাণ ও হস্তান্তর করা হয়েছে। এর মধ্যে কুমিল্লায় ৭০টি ঘরের উদ্বোধন এবার সম্পন্ন হলো।