কুমিল্লায় মনোনয়ন বঞ্চিত হাজী ইয়াসিনের কর্মীদের বিক্ষোভে উত্তাল কুমিল্লা নগরী
মোঃ মাহফুজ আনোয়ার, জেলা প্রতিনিধি কুমিল্লাঃ- কুমিল্লা ৬ সদর আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত হাজী আমিনুর রশীদ ইয়াসিন এর কর্মী সমর্থকরা বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে কুমিল্লা নগরী।
মঙ্গলবার সন্ধ্যায় নগরীর টাউন হল থেকে প্রথমে মশাল মিছিল বের হয়। নগরীর প্রধান সড়ক প্রদক্ষিন করে পূবালী চত্বরে এসে শেষ হয় মিছিলটি । এরপরই নেতাকর্মীরা পূবালী চত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।
বিক্ষোভে নেতাকর্মী ও সমর্থকদের স্লােগনে প্রকম্পিত হয় গোটা নগরী।
এ সময় নেতাকর্মীরা দাবী করেন চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিনুর রশীদ ইয়াছিন গত ১৬ বছর নেতাকর্মীদের পাশে ছিলেন। দলকে সুসংহত করে রেখেছিলেন। তারমতো নেতাকে মনোনয়ন না দিয়ে দলকে ও দলের নেতাকর্মীদের অনিশ্চয়তায় মধ্যে ঠেলে দিয়েছে নীতি নির্ধারকরা।




