কুমিল্লায় ৫ দফা দাবিতে বিভিন্ন স্থানে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

খন্দকার মহিবুল হক, কুমিল্লা জেলা প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে শুক্রবার কুমিল্লা জেলার ১৭টি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
জানাযায়,জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা; আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা; অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) নিশ্চিত করা; ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
শক্রবার সকাল ১০টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দাউদকান্দি উপজেলা। কুমিল্লা-১ দাউদকান্দি -মেঘনা আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মনিরুজ্জামান বাহলুর এর নেতৃত্বে মিছিল করে।
চান্দিনা : উপজেলার মোকামবাড়ি থেকে শুরু হয়ে চান্দিনা বাজার প্রদক্ষিণ করে চান্দিনা বাস স্ট্যান্ডে এসে বিক্ষোভ সমাবেশ করে তারা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি মাওলানা মুফতি আমিনুল ইসলাম।মাওলানা মোশাররফ হোসাইন।
দেবিদ্বার :
বিক্ষোভ মিছিল করেছে দেবিদ্বার উপজেলা জামায়াতে ইসলামী। শুক্রবার সকাল ১০টায় উপজেলা জামায়াতে আমীর মু অধ্যাপক শহিদুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম শহিদ,
চৌদ্দগ্রাম :
৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চৌদ্দগ্রাম উপজেলা জামায়াত।শুক্রবার বিকাল ৪টায় ঢাকা-চট্টগ্রামের মহাসড়কে চৌদ্দগ্রাম বাজারে সমাবেশ করে।উপজেলা জামায়াতের আমীর মু.মাহফুজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর মোহাম্মদ শাহজাহান এডভোকেট, সবেক আমীর মু.শাহাবুদ্দিন, পৌর আমীর মাওলানা ইব্রাহীমসহ আরো অনেকে।
সদর দক্ষিণ উপজেলা
সদর দক্ষিণ উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। উপজেলা জামায়াতে আমীর মিজানুর রহমান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরী নায়েব আমীর অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন, জামায়াত নেতা মোহাম্মদ হোসাইন, খাইরুল ইসলাম প্রমুখ।সমাবেশ শেষে পদুয়া বাজার বিশ্ব রোডে বিক্ষোভ মিছিল করে।
বরুড়া উপজেলা :
বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বরুড়া উপজেলা জামায়াত। মিছিলের নেতৃত্ব দেন জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক শফিকুল আলম হেলাল, জামায়াত নেতা কামারুজ্জামান সোহেল,মাওলানা শাহাদাত হোসেন।
বুড়িচং উপজেলা:
৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বুড়িচং উপজেলা জামায়াত।মিছিলের নেতৃত্ব দেন জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড.মোবারক হোসাইন।
লাকসাম উপজেলা
বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে লাকসাম উপজেলা।
মিছিলের নেতৃত্বদেন জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড.সৈয়দ সরোয়ার উদ্দিন সিদ্দিকী।এসময় উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা জামায়াতে আমীর মু জয়নাল আবেদীন প্রমুখ।