মোঃ মাহফুজ আনোয়ার, জেলা প্রতিনিধিঃ কুমিল্লা -কুমিল্লা সিটি কর্পোরেশনের ১৫ নং ওয়ার্ডের কাটাবিল এলাকায় বসবাসকারী নাসরিন আক্তার তার পারিবারিক সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন ভুক্তভুগী পরিবার।
সোমবার (১১ আগস্ট) সকালে কুমিল্লা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন ভুক্তভোগী নাসরিন আক্তার। সেখানে লিখিত বক্তব্য পাঠ করে তিনি অভিযোগ করেন, ২০১২ সালের ১৫ জুন সকালবেলা একটি সন্ত্রাসী চক্র পরিকল্পিতভাবে লাঠিসোটা নিয়ে তার সম্পত্তি দখলের চেষ্টা করে। স্থানীয়দের প্রতিবাদের মুখে তারা দখলে ব্যর্থ হলেও পরবর্তীতে প্রাণনাশের হুমকি দেয়।
তিনি জানান, ওই ঘটনার পর ২০১২ সালের ১৮ জুন কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় আসলামসহ ১২ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়। কিন্তু মামলার পরেও বিভিন্ন সময়ে ও বিভিন্ন কৌশলে ঐ সন্ত্রাসী চক্র জমি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
নাসরিন আক্তার আরও বলেন, “আমি ও আমার পরিবার দীর্ঘদিন ধরে মানসিক ও সামাজিকভাবে হয়রানির শিকার হচ্ছি। আমরা এই চক্রান্ত ও সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে মুক্তি পেতে চাই।”
সংবাদ সম্মেলনে তিনি সরকারের অন্তর্বর্তীকালীন দপ্তর, স্বরাষ্ট্র উপদেষ্টা, জেলা প্রশাসন এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সোহেল মিয়া, নজরুল ইসলাম এবং জাহানারা বেগম।